রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, এবার IFMS-এ জানা যাবে কত বকেয়া মহার্ঘ ভাতা পাবেন!
পশ্চিমবঙ্গের লক্ষাধিক সরকারি কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে রাজ্য সরকার। এবার আর ধোঁয়াশা নয়—সরকারি কর্মচারীরা নিজেরাই জানতে পারবেন কত টাকা বকেয়া মহার্ঘ ভাতা (DA) তাঁদের প্রাপ্য, এবং কোন সময়ের জন্য।
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া DA-র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতর উদ্যোগ নিয়েছে হিসাবনিকাশ শুরু করার জন্য। এবার সেই প্রক্রিয়াকে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে আনা হচ্ছে IFMS (Integrated Financial Management System)-এর নতুন একটি পরিষেবা।
এই ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মীরা নিজের সার্ভিস তথ্য প্রদান করলেই দেখা যাবে—কোন সময়ের জন্য কত টাকা বকেয়া রয়েছে তাঁদের নামে। কর্মীর নাম, বিভাগ, এবং সময়কাল অনুযায়ী নির্ভুল তথ্য প্রদানে সক্ষম হবে এই আধুনিক ব্যবস্থা।
কীভাবে কাজ করবে এই নতুন IFMS পরিষেবা?
• সরকারি কর্মীরা IFMS পোর্টালে লগ ইন করে নিজের সার্ভিস সম্পর্কিত তথ্য দিলে, সিস্টেম দেখাবে নির্দিষ্ট সময়কাল অনুযায়ী কত টাকা বকেয়া রয়েছে।
কারা এই সুবিধা পাবেন?
• সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, যাঁদের মহার্ঘ ভাতা এখনও বকেয়া রয়েছে, তাঁরা এই নতুন ব্যবস্থার আওতায় আসবেন।
কবে থেকে চালু হবে এই পরিষেবা?
• অর্থ দফতরের তরফে প্রক্রিয়া শুরু হয়ে গেলেও, নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে, সরকারি সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই তা চালু করা হবে।
সুপ্রিম কোর্ট কী বলেছিল?
• শীর্ষ আদালতের নির্দেশ ছিল, পশ্চিমবঙ্গ সরকারকে কর্মীদের ২৫% বকেয়া DA পরিশোধ করতে হবে।
কেন গুরুত্বপূর্ণ এই নতুন ব্যবস্থা?
• IFMS-এ রিপোর্ট জেনারেটের মাধ্যমে দ্রুত ও সঠিক হিসাব তৈরি হবে, যা সরকারকে পরিশোধের পরিকল্পনা ও বাস্তবায়নে সাহায্য করবে। একইসঙ্গে, কর্মীরাও পাবেন স্বচ্ছ ও নিশ্চিত তথ্য।
সরকারি দফতরে কর্মরত লক্ষাধিক কর্মীর জন্য এই নতুন ব্যবস্থা কার্যকর হলে যেমন তথ্যের স্বচ্ছতা বাড়বে, তেমনই কর্মীদের প্রত্যাশিত পাওনা সংক্রান্ত জটিলতাও অনেকটাই কমবে।

