গোট কনসার্টের আগে মুম্বইয়ে কোহলি, মেসি-বিরাট দেখা নিয়ে উত্তেজনা

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই যেন সব কিছু মিলেমিশে এক সুতোয় বাঁধা। লন্ডন থেকে আচমকা দেশে ফিরেছেন বিরাট কোহলি, আর ঠিক সেই সময়ই মুম্বই সফরের প্রস্তুতিতে ব্যস্ত লিওনেল মেসি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—মুম্বইয়ে কি দেখা হতে চলেছে দুই মহাতারকার?

১৪ ডিসেম্বর মুম্বইয়ে আসার কথা রয়েছে আর্জেন্তিনার বিশ্বজয়ী তারকা লিওনেল মেসির। বিকেল ৫টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তাঁর বহু প্রতীক্ষিত ‘গোট কনসার্ট’। এই অনুষ্ঠান ঘিরে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। কলকাতার যুবভারতীতে বিশৃঙ্খলার অভিজ্ঞতা মাথায় রেখে এবার কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

এই আবহেই স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মুম্বই পৌঁছেছেন বিরাট কোহলি। কালিনা বিমানবন্দর থেকে তাঁদের ছবি ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয়ে গিয়েছে জল্পনা। অনেকেরই ধারণা, মেসির সঙ্গে সাক্ষাৎ করতেই হয়তো দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেট তারকা। যদিও ক্রিকেট মহলের মতে, আসন্ন বিজয় হাজারে ট্রফির জন্যই কোহলির এই প্রত্যাবর্তন।

ওয়াংখেড়ে স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় দর্শকদের ভিড় সামাল দিতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা ও ডাইভারশন চালু থাকবে রোববার দুপুর থেকে রাত পর্যন্ত। অন্যদিকে, কলকাতার কনসার্টে অব্যবস্থার অভিযোগে ক্ষুব্ধ দর্শকদের দাবি, টিকিটের টাকা ফেরত দেওয়া হোক। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে হায়দরাবাদ ও মুম্বইয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এই শহরেই কি ইতিহাস তৈরি হবে? মেসি ও বিরাট, দুই ‘গোট’-এর সাক্ষাৎ কি সত্যিই দেখা যাবে? উত্তর দেবে সময়ই।

প্রশ্ন ১: বিরাট কোহলি কেন হঠাৎ দেশে ফিরলেন?
উত্তর: বিজয় হাজারে ট্রফির প্রস্তুতি এবং ব্যক্তিগত কারণেই তাঁর দেশে ফেরা।

প্রশ্ন ২: মেসির গোট কনসার্ট কবে ও কোথায়?
উত্তর: ১৪ ডিসেম্বর, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

প্রশ্ন ৩: মুম্বইয়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন?
উত্তর: অতিরিক্ত পুলিশ, ট্রাফিক ডাইভারশন ও নিয়ন্ত্রিত যানচলাচল থাকবে।

প্রশ্ন ৪: মেসি-বিরাট সাক্ষাৎ কি নিশ্চিত?
উত্তর: না, বিষয়টি এখনও জল্পনার পর্যায়ে রয়েছে।

প্রশ্ন ৫: বিজয় হাজারে ট্রফি কবে শুরু?
উত্তর: ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।