অফিসের কাজে এআই শেখাতে ফ্রি কোর্স চালু করল যুক্তরাজ্য

Published By: Khabar India Online | Published On:

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কি আপনার জন্য নতুন ও জটিল মনে হচ্ছে? ঠিক সেই জায়গাতেই বড় পদক্ষেপ নিল যুক্তরাজ্য সরকার। দেশটির কর্মীদের এআই ব্যবহারে দক্ষ করে তুলতে চালু করা হয়েছে একাধিক অনলাইন প্রশিক্ষণ কোর্স, যার অনেকগুলোই সম্পূর্ণ বিনামূল্যে।

সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে অন্তত এক কোটি মানুষকে এআই প্রশিক্ষণের আওতায় আনা। এই কর্মসূচিকে ১৯৭১ সালে ওপেন ইউনিভার্সিটি চালুর পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় দক্ষতা উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

কোর্সগুলোতে শেখানো হবে এআই টুল ব্যবহারের মৌলিক কৌশল। যেমন—চ্যাটবটকে কীভাবে সঠিক প্রশ্ন করতে হয়, প্রশাসনিক কাজে এআই সহকারী ব্যবহার, দ্রুত নোট তৈরি, ইমেইল খসড়া লেখা এবং তথ্য গোছানোর মতো practical দক্ষতা।

এই প্রশিক্ষণ উদ্যোগে প্রযুক্তি খাতের বড় বড় প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। মোট ১৪টি কোর্স সফলভাবে শেষ করলে অংশগ্রহণকারীরা পাবেন একটি ভার্চুয়াল ব্যাজ, যা ভবিষ্যৎ ক্যারিয়ারে কাজে আসতে পারে।

যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, পরিবর্তন অনিবার্য। তাই মানুষকে ঝুঁকি থেকে সুরক্ষা দিয়ে এআইয়ের সুফল সবার কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।

তবে সমালোচকরাও সতর্ক করছেন। তাদের মতে, শুধু চ্যাটবট চালানো শেখালেই হবে না। কর্মীদের প্রয়োজন বিশ্লেষণী চিন্তা, নেতৃত্বগুণ এবং নিরাপদভাবে এআই ব্যবহারের আত্মবিশ্বাস।

কোর্সগুলোর সময়সীমা ২০ মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত। যুক্তরাজ্যের যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক এতে অংশ নিতে পারবেন।