বাংলায় প্রথম এসি লোকাল ট্রেন, ১১ আগস্ট থেকে ছুটবে শিয়ালদহ–রানাঘাট রুটে।
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহেই বাংলায় চালু হতে চলেছে প্রথম এয়ার কন্ডিশনড লোকাল ট্রেন। ভারতীয় রেলের তরফে সরকারি ঘোষণা অনুযায়ী, ১১ আগস্ট ২০২৫, সোমবার থেকেই শিয়ালদহ মেন লাইনে ছুটবে এই বিশেষ ট্রেন।
মুম্বই ও চেন্নাইয়ের পর দেশের তৃতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ পাচ্ছে এসি লোকাল পরিষেবা। স্বাধীনতা দিবসের আগে এই পরিষেবা চালু হওয়ায়, অনেকেই একে রেলের তরফে বাংলার জন্য বিশেষ উপহার বলেই মনে করছেন। প্রথম পর্যায়ে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত চলবে এই ট্রেন। যদিও রেল সূত্রে খবর, ভবিষ্যতে এই পরিষেবা আরও রুটে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আধুনিক সুবিধায় ভরপুর
নতুন এসি লোকাল ট্রেনের রেক অনেকটা মেট্রো রেলের মতো। পুরো ট্রেনটি স্টেনলেস স্টিলের তৈরি এবং এতে থাকছে মোট ১২টি কামরা। যাত্রীদের জন্য রয়েছে ১১২৮টি বসার আসন, স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, সিসিটিভি ক্যামেরা, জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম এবং লাগেজ রাখার জন্য শক্তপোক্ত তাক। ট্রেনটির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১১০ কিলোমিটার।
ভাড়ার তালিকা
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুরক্ষা, আরাম ও আধুনিক পরিকাঠামোর কথা মাথায় রেখেই এই ভাড়া নির্ধারণ করা হয়েছে—
• শিয়ালদহ – দমদম: ₹৩৫ (মাসিক পাস: ₹৬২০)
• শিয়ালদহ – ব্যারাকপুর: ₹৬০ (মাসিক পাস: ₹১২৭৫)
• শিয়ালদহ – নৈহাটি: ₹৯০ (মাসিক পাস: ₹১৮১০)
• শিয়ালদহ – রানাঘাট: ₹১২০ (মাসিক পাস: ₹২৪৩০)।
বাংলার যাত্রী পরিবহনে এই নতুন অধ্যায় যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতায় এক বড় পরিবর্তন আনবে বলে আশা রেলের।

