ফিরহাদ হাকিমের নির্দেশে বড় পদক্ষেপ, রাস্তায় গাড়ি রাখলেই ব্যবস্থা

Published By: Khabar India Online | Published On:

কলকাতার সকাল আরও শৃঙ্খলাবদ্ধ করতে শুরু হল নতুন কড়াকড়ি—আর সেই সিদ্ধান্তই এখন শহরবাসীর আলোচনার কেন্দ্রবিন্দু। পুরসভার অভিযোগ, রাস্তা সাফাইয়ের সময় গাড়ি পার্কিংয়ের কারণে বাধা তৈরি হচ্ছিল বারবার। আর সেই সমস্যা থেকেই এবার কঠোর উদ্যোগে নামল কলকাতা পুরসভা।

‘টক টু মেয়র’ কর্মসূচিতে ফিরহাদ হাকিম সরাসরি এই অভিযোগ পাওয়ার পরই তৎপরতা শুরু হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে—প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত শহরের রাস্তায় কোনও গাড়ি রাখা যাবে না। বিশেষ করে দিনের পর দিন রাস্তার ধারে পড়ে থাকা গাড়িগুলি দ্রুত সরানোর নির্দেশও জারি হয়েছে।

পুরসভার বৈঠকে এর আগে একই সমস্যা তুলে ধরেছিলেন চেয়ারপার্সন মালা রায়। অভিযোগ জমতেই পুরসভার প্রশাসন নড়েচড়ে বসে। মেয়রের নির্দেশে পুর কমিশনার সুমিত গুপ্তা পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। নতুন নিয়ম বাস্তবায়নে কলকাতা পুলিশের সাহায্যও চাওয়া হয়েছে। পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে ফোনে প্রাথমিক আলোচনা সেরে নেওয়ার পর থানাভিত্তিক বৈঠকেও নির্দেশ পাঠানো হচ্ছে।

শহরের অনেক জায়গায় মাসের পর মাস ধরে রাস্তার ধারে পড়ে থাকে পরিত্যক্ত গাড়ি। ময়লা জমে পরিষ্কারকর্মীরা কাজে নামতে পারেন না—এমন অভিযোগ বহুবার এসেছে পুরসভায়। বাড়ি বা ফ্ল্যাটের সামনে দীর্ঘক্ষণ গাড়ি রেখে দেওয়াও সাফাই কাজে বাধা দেয়। এই সমস্যা দূর করতেই কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

পুরসভা শীঘ্রই প্রচার অভিযান শুরু করবে, যাতে শহরবাসীকে জানানো হয় যে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তা ফাঁকা রাখতে হবে। পরিচ্ছন্ন শহর ও স্বাভাবিক নগরজীবন বজায় রাখতে এই উদ্যোগ যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা মনে করছে পুরসভা।

1) সকাল ৭–৯টার পার্কিং নিষেধাজ্ঞা কেন করা হল?
রাস্তা সাফাইয়ের সময় গাড়ি পার্কিংয়ের কারণে বাধা আসছিল, তাই এই নিয়ম চালু করা হয়েছে।

2) পরিত্যক্ত গাড়ির বিরুদ্ধে পুরসভা কী করবে?
দীর্ঘদিন ধরে পড়ে থাকা গাড়িগুলি সরাতে পুলিশের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।

3) নিয়ম ভাঙলে কি জরিমানা হতে পারে?
হ্যাঁ, পুরসভা আইনি দিক খতিয়ে দেখছে এবং নিয়ম লঙ্ঘনে জরিমানার ব্যবস্থা হতে পারে।

4) বাসিন্দাদের কীভাবে নিয়ম জানানো হবে?
পুরসভা শিগগিরই প্রচার অভিযান শুরু করবে, যেখানে সময়সীমা ও নির্দেশিকা জানানো হবে।

5) এই নিয়মে সাফাই কাজে কী সুবিধা হবে?
রাস্তায় বাধা না থাকায় ঝাড়ুদাররা দ্রুত এবং পরিষ্কারভাবে কাজ করতে পারবেন।