বাবা

Published By: Khabar India Online | Published On:

বাবা 

লোপামুদ্রা কুন্ডু 

 

বয়স হলে বুকে বোধহয় মেঘ জমে।
ভেতরে ঘন কুয়াশায় কালো পিচ রাস্তায়
বাবা ঘন ঘন আকাশ।
অফিসেই ডেকে নিয়ে একসাথে বসি।
কবিতা গহর জান, গাছের পাতার সুর।

সুরে ঘুম আসে। জাগলেই ভেসে যায় জল
দুকুল ছাপানো দুজনের মাঝে পাতাবাহারের টব, খবরের কাগজ
সরল রাস্তায় অনর্গল স্বপ্ন বলতে বলতে হেঁটে চলি হাত ধরে।

বাবা, আমি কিছুতেই বোঝাতে পারিনা
সামনে তো সবসময় থাকতে পারব না
তাবলে এভাবেও তো কত তমালবন আমাদের,
তাবলে এভাবেও তো মিটে যায় রোজ সহস্র দূর…।