ফারহান-পায়েলের নতুন প্রেমের গল্প ‘ইউ এন্ড মি ফরএভার’, মুক্তির অপেক্ষায় দর্শক

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই কি কোনো সম্পর্ক বদলে যেতে পারে? প্রেম, অভিমান আর বিচ্ছেদের সেই না বলা গল্পই এবার ছোট পর্দায় তুলে ধরছে নতুন নাটক You and Me Forever। মনোরম লোকেশনে টানা তিন দিনের শুটিং শেষে নাটকটি এখন মুক্তির অপেক্ষায়।

এই নাটকের মাধ্যমে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন সময়ের জনপ্রিয় জুটি ফারহান ও কেয়া পায়েল। শহুরে জীবনের বাস্তবতা, আধুনিক সম্পর্কের জটিলতা আর আবেগের সূক্ষ্ম দ্বন্দ্ব—সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক ভিন্ন অভিজ্ঞতা।

নির্মাতা রাইয়ান মাহমুদের ভাষ্য, কেবল বিনোদন নয়, বরং এমন একটি গল্প তুলে ধরা হয়েছে যা দর্শকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেবে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী, যেখানে প্রতিটি দৃশ্যেই রয়েছে বাস্তব জীবনের প্রতিফলন।

ইতোমধ্যেই জাগো এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজে প্রকাশিত টিজার ও পোস্টার দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। আগামী ১৩ জানুয়ারি প্রকাশ পাবে নাটকটির প্রমো। সবশেষে ১৫ জানুয়ারি জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘ইউ এন্ড মি ফরএভার’।

প্রশ্ন ও উত্তর 

১. ‘ইউ এন্ড মি ফরএভার’ নাটকটি কবে মুক্তি পাবে?
১৫ জানুয়ারি নাটকটি ইউটিউবে মুক্তি পাবে।

২. নাটকটির মূল গল্প কী নিয়ে?
আধুনিক শহুরে প্রেম, বিচ্ছেদ ও সম্পর্কের আবেগীয় দ্বন্দ্ব নিয়ে গল্পটি তৈরি।

৩. নাটকটির প্রমো কবে আসছে?
১৩ জানুয়ারি নাটকটির প্রমো প্রকাশিত হবে।

৪. কারা কারা অভিনয় করেছেন?
ফারহান ও কেয়া পায়েল প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

৫. কোন প্ল্যাটফর্মে নাটকটি দেখা যাবে?
জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাবে।