ফেসবুকে লিংক দিতে এখন টাকা? মেটা ভেরিফায়েড ঘিরে নতুন বিতর্ক

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই ফেসবুকে লিংক পোস্ট করতে গিয়ে আটকে যাচ্ছেন অনেক ব্যবহারকারী—আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা পরীক্ষামূলকভাবে এমন এক নিয়ম চালু করেছে, যেখানে বিনা মূল্যের কিছু ব্যবহারকারীর জন্য লিংক শেয়ারের সংখ্যা কঠোরভাবে সীমিত করা হয়েছে।

নতুন এই পরীক্ষার আওতায়, মেটা ভেরিফায়েড নয় এমন নির্দিষ্ট ব্যবহারকারীরা মাসে সর্বোচ্চ দুইটি অর্গানিক পোস্টে লিংক যুক্ত করতে পারবেন। এই সীমা অতিক্রম করলেই ব্যবহারকারীদের সামনে ভেসে উঠছে সাবস্ক্রিপশন নেওয়ার পরামর্শ। মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের মাসিক মূল্য ধরা হয়েছে ১৪.৯৯ মার্কিন ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা জানান, কয়েকজন ব্যবহারকারী এক সপ্তাহ ধরে লিংক পোস্ট করতে না পারার অভিযোগ করার পর বিষয়টি সামনে আসে। পরে স্ক্রিনশটসহ জানা যায়, ১৬ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে পরীক্ষামূলকভাবে।

তবে সব ধরনের লিংকের ওপর এই কড়াকড়ি নেই। বিনা মূল্যের অ্যাকাউন্ট থেকেও মন্তব্যে লিংক দেওয়া যাবে। একই সঙ্গে অ্যাফিলিয়েট লিংক ব্যবহারে বাধা নেই। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডস—এই প্ল্যাটফর্মগুলোর ভেতরে নিজেদের পোস্টের লিংক শেয়ার আগের মতোই করা যাবে।

মেটার ভাষ্য অনুযায়ী, এটি সীমিত পরিসরের একটি পরীক্ষা। লক্ষ্য একটাই—লিংক সংবলিত পোস্টের বাড়তি সুবিধা মেটা ভেরিফায়েড গ্রাহকদের জন্য সত্যিই অতিরিক্ত মূল্য তৈরি করে কি না, তা যাচাই করা। এই প্যাকেজের আওতায় ভেরিফায়েড ব্যাজ, উন্নত অ্যাকাউন্ট সুরক্ষা এবং পরিচয় সুরক্ষার মতো সুবিধাও মিলবে।

এখনও পর্যন্ত সংবাদমাধ্যম বা প্রকাশকদের অ্যাকাউন্টকে এই পরীক্ষার আওতায় আনা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে কনটেন্ট নির্মাতা ও ব্র্যান্ডগুলোর ওপর, যাদের বড় অংশই ফেসবুক ব্যবহার করেন নিজেদের ব্লগ, ভিডিও বা বাইরের প্ল্যাটফর্মে দর্শক টানতে।

মেটার সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ফেসবুকের মোট ভিউয়ের ৯৮ শতাংশের বেশি এসেছে লিংকবিহীন পোস্ট থেকে। ফলে প্ল্যাটফর্মের ভেতরে ব্যবহারকারী ধরে রাখতেই লিংক পোস্টে নিয়ন্ত্রণ বাড়ানোর কৌশল নিচ্ছে মেটা—এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন ১: ফেসবুকে লিংক পোস্টে নতুন নিয়ম কী?
উত্তর: নির্দিষ্ট বিনা মূল্যের ব্যবহারকারী মাসে সর্বোচ্চ দুইটি পোস্টে লিংক দিতে পারবেন।

প্রশ্ন ২: মন্তব্যে কি লিংক দেওয়া যাবে?
উত্তর: হ্যাঁ, মন্তব্যে লিংক শেয়ারে কোনো বাধা নেই।

প্রশ্ন ৩: অ্যাফিলিয়েট লিংক কি এই সীমার মধ্যে পড়বে?
উত্তর: না, অ্যাফিলিয়েট লিংকে কোনো নিষেধাজ্ঞা নেই।

প্রশ্ন ৪: মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের দাম কত?
উত্তর: মাসিক ১৪.৯৯ মার্কিন ডলার।

প্রশ্ন ৫: এই নিয়ম কি সবার জন্য প্রযোজ্য?
উত্তর: না, এটি আপাতত সীমিত পরিসরের একটি পরীক্ষা।