অ্যাডিলেড টেস্টে খেলার চেয়েও যেন বেশি আলোচনায় আম্পায়ারিং। অ্যাশেজের তৃতীয় টেস্টের শুরু থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের প্রশ্নের মুখে ফেলেছে। আম্পায়ারের রায় এবং প্রযুক্তির ব্যবহারে অসন্তুষ্ট ইংল্যান্ড এবার বিষয়টি আইসিসির কাছে তোলার কথা ভাবছে।
রিভিউ নেওয়ার পরও যেসব সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, তা নিয়ে শুধু ইংল্যান্ড নয়, অস্ট্রেলিয়া শিবিরেও অসন্তোষ স্পষ্ট। বিশেষ করে স্নিকোমিটার বা আল্ট্রাএজ প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে উঠেছে বড় প্রশ্ন।
প্রথম দিনের খেলায় অ্যালেক্স ক্যারির ইনিংস ঘিরে শুরু হয় বিতর্ক। কট বিহাইন্ডের আবেদনে স্পাইক দেখা গেলেও ক্যারিকে আউট দেওয়া হয়নি। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭২ রানে বেঁচে গিয়ে সেঞ্চুরি করেন তিনি। এতে ক্ষুব্ধ হয় ইংল্যান্ড শিবির।
দ্বিতীয় দিনে জেমি স্মিথের আউটের ঘটনায় বিতর্ক আরও ঘনীভূত হয়। ব্যাট ও বলের মাঝে ফাঁক থাকলেও আল্ট্রাএজে স্পাইক ধরা পড়ে। স্মিথ সঙ্গে সঙ্গে রিভিউ চাইলেও সুযোগ পাননি। এই সিদ্ধান্তে মাঠেই হতাশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে অস্ট্রেলিয়ারও অভিযোগ কম নয়। মিচেল স্টার্ক স্টাম্প মাইকে স্নিকোমিটারকে “সবচেয়ে বাজে প্রযুক্তি” বলে মন্তব্য করেন। তাঁর মতে, একের পর এক ভুল সিদ্ধান্ত ম্যাচের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলছে।
এই পরিস্থিতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রযুক্তিগত ত্রুটি ও আম্পায়ারিং নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পরিকল্পনা করছে। প্রাক্তন আম্পায়ার সাইমন টফেলও মনে করেন, ‘সফট সিগনাল’ নিয়ম তুলে দেওয়াই ছিল আইসিসির বড় ভুল।
মাঠের খেলায় অবশ্য ইংল্যান্ড এখনও চাপে। পার্থ ও ব্রিসবেনে হারের পর অ্যাডিলেডেও সিরিজ বাঁচাতে লড়াই করছে তারা। দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২১৩ রান, যেখানে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছে ৩৭১ রান।
প্রশ্ন ও উত্তর
১. কেন আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড?
আল্ট্রাএজ প্রযুক্তিতে বারবার বিতর্কিত সিদ্ধান্ত আসায় ইংল্যান্ড ক্ষুব্ধ।
২. কোন ম্যাচে এই বিতর্ক শুরু হয়?
অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্ট থেকেই মূলত বিতর্কের সূত্রপাত।
৩. শুধু ইংল্যান্ডই কি অসন্তুষ্ট?
না, অস্ট্রেলিয়ার খেলোয়াড়রাও আম্পায়ারিং ও প্রযুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।
৪. ইসিবি কী পদক্ষেপ নিতে চলেছে?
ইসিবি এই বিষয়টি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার পরিকল্পনা করছে।
৫. স্নিকোমিটার কেন সমালোচনার মুখে?
কারণ ব্যাটে বল না লাগলেও স্পাইক দেখা যাচ্ছে, যা ভুল সিদ্ধান্তের কারণ হচ্ছে।

