রাজ্যের ভোটার তালিকায় বড়সড় বদলের ইঙ্গিত মিলল বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে। খসড়া তালিকা প্রকাশের আগেই মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারদের যে প্রাথমিক তালিকা তৈরি হয়েছে, তা এবার সরাসরি রাজনৈতিক দলগুলির এজেন্টদের হাতে তুলে দেওয়া হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলমান SIR প্রক্রিয়ায় বুথ স্তরের আধিকারিকেরা (BLO) বৈঠকে বসবেন দলীয় এজেন্টদের (BLA) সঙ্গে। সেই বৈঠকেই তাঁদের হাতে দেওয়া হবে বাদ পড়া বা সন্দেহভাজন ভোটারের তালিকা। একই সঙ্গে কমিশনের ওয়েবসাইটেও এই তথ্য আপলোড করা হবে।
বিহারে অনুসৃত নিয়ম অনুযায়ীই এবারও খসড়া তালিকার আগে মৃত, বদলি করা এবং খোঁজ না পাওয়া ভোটারদের চিহ্নিত করতে বলা হয়েছে। যে ভোটাররা বহু বার ঠিকানা বদল করেছেন, তাঁদের একটি বৈধ ঠিকানায় রেখে অন্য জায়গার নাম কাটা হচ্ছে। আবার যাঁদের বাড়িতে তিন বার যাওয়ার পরও BLO তাঁদের খুঁজে পাননি, তাঁদেরও নাম তালিকা থেকে বাদ পড়বে।
এখন পর্যন্ত পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষেরও বেশি। নিখোঁজ হিসাবে চিহ্নিত হয়েছেন ১১ লক্ষ ৫৭ হাজারের বেশি। স্থানান্তরের কারণে বাদ যাচ্ছেন প্রায় ২০ লক্ষ ভোটার। ভুয়ো হিসাবে ধরা পড়েছেন আরও ১ লক্ষ ৩৫ হাজারের বেশি মানুষ। সব মিলিয়ে ৫৭ লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হচ্ছে এই বিশেষ সংশোধন প্রক্রিয়ায়।
দেশজুড়ে চলছে SIR পদ্ধতির ডিজিটাইজেশনও। ফর্ম আপলোডের শেষ দিন ১১ ডিসেম্বর। এরপর ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি, ২০২৬।
1. SIR কী?
SIR হল Special Intensive Revision—ভোটার তালিকা হালনাগাদ করার বিশেষ প্রক্রিয়া।
2. কারা তালিকা থেকে বাদ পড়ছেন?
মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ও ভুয়ো হিসাবে চিহ্নিত ভোটাররা বাদ পড়ছেন।
3. তালিকা কাকে দেওয়া হবে?
BLO–দের মাধ্যমে রাজনৈতিক দলের BLA–দের হাতে এই তালিকা তুলে দেওয়া হবে।
4. খসড়া তালিকা কবে প্রকাশ হবে?
১৬ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া তালিকা।
5. চূড়ান্ত ভোটার তালিকা কবে আসবে?
চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ সালে।

