‘ধুরন্ধর’ বদলে দিল সব হিসাব, কত কোটি টাকার মালিক রণবীর সিংহ?

Published By: Khabar India Online | Published On:

চরিত্রে ঢুকে পড়লে বাস্তব দুনিয়াও যেন আড়াল হয়ে যায়—ঠিক তেমনই ঘটেছে রণবীর সিংহের ক্ষেত্রে। এই মুহূর্তে তিনি পুরোপুরি ‘ধুরন্ধর’ ছবির চরিত্রে ডুবে। সমাজমাধ্যমে চোখ রাখলেই স্পষ্ট, ধূসর পোশাক, লম্বা চুল আর রক্তচক্ষু লুক ছাড়া আর কিছুই নেই।

বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। দেশজুড়ে ছবির ব্যবসা ইতিমধ্যেই ৩০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। ২৮০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবির সাফল্যের সঙ্গে সঙ্গে নিজের আগের সব নজিরও ভেঙেছেন রণবীর। অনুরাগীদের বিশ্বাস, ভবিষ্যতে আরও বড় তারকা হয়ে উঠবেন তিনি।

এই ছবির জন্য রণবীর সিংহ নাকি প্রায় ৪০ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক নিয়েছেন। যদিও এটাই প্রথম নয়। এর আগেও ‘পদ্মাবৎ’, ‘সিম্বা’, ‘গল্লি বয়’, ‘৮৩’, ‘বাজিরাও মস্তানি’র মতো একাধিক সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। বিভিন্ন সূত্রের দাবি, বর্তমানে রণবীরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা।

ছবিতে অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও বড় অঙ্কের আয় করেন রণবীর। একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ৩–৪ কোটি টাকা এবং সমাজমাধ্যমে একটি পোস্টের জন্য প্রায় ৮০ লক্ষ টাকা নেন তিনি। বলিউডের ধনী অভিনেতাদের তালিকায় তাই তাঁর নাম প্রথম সারিতেই।

সম্পত্তির দিক থেকেও রণবীরের জীবন রাজকীয়। মুম্বইয়ের ওয়ার্লিতে তাঁর পাঁচ কামরার বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য প্রায় ৪০ কোটি টাকা। বান্দ্রায় সমুদ্রমুখী বাড়ির দাম ১১৯ কোটি টাকা, আর আলিবাগে রয়েছে আরও একটি বাড়ি, যার মূল্য প্রায় ২২ কোটি টাকা।

গাড়ির সম্ভারও কম নয়। রেঞ্জ রোভার, অ্যাস্টন মার্টিন, জাগুয়ার, মার্সিডিজ় বেঞ্জ থেকে ল্যাম্বরগিনি—সবই রয়েছে তাঁর গ্যারাজে। সঙ্গে রয়েছে ৮০ লক্ষ টাকার ভ্যানিটি ভ্যান এবং ৭ লক্ষ টাকার একটি ভিন্টেজ বাইক।


প্রশ্ন 1: ‘ধুরন্ধর’ ছবির বক্স অফিস কালেকশন কত?
উত্তর: দেশে ছবিটি ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।

প্রশ্ন 2: ‘ধুরন্ধর’ ছবির বাজেট কত ছিল?
উত্তর: ছবিটির বাজেট ছিল প্রায় ২৮০ কোটি টাকা।

প্রশ্ন 3: এই ছবির জন্য রণবীর কত পারিশ্রমিক নিয়েছেন?
উত্তর: প্রায় ৪০ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক।

প্রশ্ন 4: রণবীর সিংহের মোট সম্পত্তির পরিমাণ কত?
উত্তর: আনুমানিক ৪০০ কোটি টাকা।

প্রশ্ন 5: রণবীরের কোন কোন জায়গায় বাড়ি রয়েছে?
উত্তর: মুম্বইয়ের ওয়ারলি, বান্দ্রা এবং আলিবাগে তাঁর বাড়ি রয়েছে।