হঠাৎ করেই বিনোদন দুনিয়ায় ফিসফাস—চুপিচুপি প্রেম কি এবার বিয়েতে গড়াচ্ছে? দক্ষিণী তারকা Dhanush এবং বলিউড অভিনেত্রী Mrunal Thakur–এর সম্পর্ক নিয়ে নতুন করে উত্তাল নেটদুনিয়া।
দীর্ঘদিন ধরেই ধানুশ ও ম্রুণালের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছিল। ভারতীয় মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার দাবি, সব ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরের একটি বিলাসবহুল প্রাসাদ।
খবর অনুযায়ী, জাঁকজমকের বদলে ঘরোয়া আয়োজনে জোর দিচ্ছেন এই জুটি। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও হাতে গোনা কিছু ঘনিষ্ঠ বন্ধু। তবে এখনও পর্যন্ত ধানুশ বা ম্রুণাল—কারও তরফেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, এটি ধানুশের দ্বিতীয় বিয়ে হতে পারে। এর আগে সুপারস্টার Rajinikanth–এর কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে তার দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। অন্যদিকে, ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ম্রুণাল ঠাকুর। বয়সের পার্থক্য ও অতীত সব আলোচনার মাঝেও প্রশ্ন একটাই—এই গুঞ্জন কি সত্যি হতে চলেছে?
প্রশ্ন ও উত্তর
১. ধানুশ ও ম্রুণালের বিয়ের তারিখ কবে?
গুঞ্জন অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি, তবে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই।
২. বিয়ের স্থান কোথায় হতে পারে?
রাজস্থানের উদয়পুরে একটি বিলাসবহুল প্রাসাদে হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩. এটি কি ধানুশের দ্বিতীয় বিয়ে?
হ্যাঁ, আগে তার বিবাহবিচ্ছেদ হয়েছে।
৪. ম্রুণাল কি বিষয়টি নিশ্চিত করেছেন?
না, এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
৫. বিয়েটি কি বড় আয়োজনে হবে?
খবরে বলা হচ্ছে, এটি হবে ব্যক্তিগত ও ঘরোয়া আয়োজন।

