শীতের দিনে যেন আগুন ছড়িয়ে দিলেন দেবলীনা কুমার। টলিপাড়ার চেনা এই মুখ বহুদিন ধরেই তাঁর অভিনয়, নাচ ও ফিটনেস দক্ষতার জন্য নজর কেড়েছেন দর্শকের। কিন্তু জন্মদিনের সকালে তিনি যেভাবে নিজেকে বোল্ড অবতারে তুলে ধরলেন, তা মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
৬ ডিসেম্বর ছিল বিধায়ক-কন্যা দেবলীনার জন্মদিন। আর সেই দিনই তিনি শেয়ার করলেন একটি মনোমুগ্ধকর ফটোশুট—কালো ব্রা, ডেনিম শর্টস আর ওপরে খোলা বোতামের কালো শার্ট। চোখে সানগ্লাস, ব্যালকনির আলোর ছায়ায় তাঁর লাস্যময়ী উপস্থিতি নেটিজেনদের তাক লাগিয়ে দেয়। ক্যাপশনে রসিকতার ছলে লেখেন, “বয়স বাড়ছে? সেটা কী?”
৩১ বছর বয়সে পা দিলেও নিজের ফিটনেস ও গ্ল্যামার দিয়ে অভিনেত্রী প্রমাণ করে চলেছেন—বয়স সত্যিই শুধুই সংখ্যা। নাচ, অভিনয়, সংসার—সব সামলেই তিনি নিয়মিত জিমে যান, নিজের শরীরকে রাখেন ফিট ও টোনড। বিকিনি থেকে শাড়ি, প্রতিটি লুকেই দেবলীনার আলাদা আত্মবিশ্বাস চোখে পড়ে।
উত্তম কুমারের পরিবারের দায়িত্বও তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন। লক্ষ্মীপুজোর যাবতীয় আয়োজন হোক বা নিজের নাচের স্কুলের দায়িত্ব—দুই দিকই সমানভাবে সামলান দেবলীনা। সম্প্রতি ‘রক্তবীজ ২’-এ তাঁর পার্শ্ব চরিত্রে অভিনয় প্রশংসা কুড়িয়েছে। ‘রাস’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে প্রধান ভূমিকায়।
ব্যস্ত জীবনের মাঝেও ভক্তদের সঙ্গে নিজের মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন দেবলীনা। আর তাতেই আরও একবার প্রমাণ হলো—ফিটনেস, ফ্যাশন আর আত্মবিশ্বাসে তিনি টলিউডের অন্যতম আলোচ্য মুখ।
1. দেবলীনা কুমারের জন্মদিন কবে?
৬ ডিসেম্বর দেবলীনা তাঁর জন্মদিন উদযাপন করেন।
2. কোন ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন দেবলীনা?
সম্প্রতি ‘রক্তবীজ ২’ এবং ‘রাস’ ছবিতে তাঁকে দেখা গিয়েছে।
3. দেবলীনা কেন ফিটনেস আইকন হিসেবে পরিচিত?
নিয়মিত জিম, ডায়েট কন্ট্রোল ও শৃঙ্খলিত জীবনযাপন তাঁকে ফিটনেস-ফোকাসড সেলেব করে তুলেছে।
4. কেন দেবলীনাকে বোল্ড অভিনেত্রী বলা হয়?
কারণ নানান ফটোশুটে তিনি সাহসী লুক ও স্টাইল নিয়ে হাজির হন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
5. উত্তম কুমারের পরিবারের সঙ্গে দেবলীনার সম্পর্ক কী?
তিনি উত্তম কুমারের নাতবউ।

