দেরাদুনে ত্রিপুরার পড়ুয়া খুন, কেন্দ্রকে নিশানা করে রাহুল গান্ধীর কড়া বার্তা

Published By: Khabar India Online | Published On:

একটি প্রতিবাদ থেকেই কি এমন ভয়াবহ পরিণতি? দেরাদুনে ত্রিপুরার এক পড়ুয়ার নৃশংস খুন ঘিরে দেশজুড়ে প্রশ্ন উঠছে। ঘটনার নিন্দা জানিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা Rahul Gandhi। তাঁর অভিযোগ, ক্ষমতাসীন Bharatiya Janata Party-র শাসনে ঘৃণার পরিবেশ তৈরি হয়েছে, যেখানে হিংসা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে।

রাহুল বলেন, দেরাদুনে অ্যাঞ্জেল চাকমা ও তাঁর দাদা মাইকেলের উপর হামলা একটি ভয়াবহ অপরাধ। ঘৃণা একদিনে তৈরি হয় না—বছরের পর বছর ধরে, বিশেষ করে তরুণদের মধ্যে, টক্সিক কনটেন্ট ছড়ানো হচ্ছে। তাঁর মতে, যাঁরা ঘৃণাকে প্রশ্রয় দেন, তাঁরাই সমাজে হিংসাকে ‘নরমাল’ করে তুলছেন। তিনি জোর দিয়ে বলেন, ভারত শ্রদ্ধা ও ঐক্যের উপর দাঁড়ানো দেশ; ভয় ও নির্যাতনের উপর নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অ্যাঞ্জেল চাকমা (২৪)। তিনি Tripura-র বাসিন্দা এবং Dehradun-এর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন। গত ৯ ডিসেম্বর বাজারে কেনাকাটার সময় কয়েকজন মদ্যপ যুবক বর্ণবিদ্বেষী মন্তব্য শুরু করলে অ্যাঞ্জেল প্রতিবাদ করেন। বচসার মধ্যেই ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে চাকমা ভাইদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে।

রক্তাক্ত অবস্থায় অ্যাঞ্জেলকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথা ও ঘাড়ে গভীর আঘাত লেগেছিল। ঘটনায় ছয় অভিযুক্তের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে। নেপালের কাঞ্চনপুর জেলার বাসিন্দা যজ্ঞরাজ অবস্থি এখনও পলাতক; তাঁর খোঁজে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। নেপালেও তল্লাশি চালানো হচ্ছে।

রাহুলের বক্তব্যে রাজনীতির তাপ বাড়লেও, মূল প্রশ্ন থেকে যাচ্ছে—ঘৃণার ভাষা কি সমাজকে আরও হিংস্র করে তুলছে? এই ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব বহু মানুষ।

প্রশ্ন ও উত্তর 


Q1. নিহত ছাত্রের নাম কী?
A1. নিহত পড়ুয়ার নাম অ্যাঞ্জেল চাকমা, বয়স ২৪ বছর।

Q2. ঘটনাটি কোথায় ঘটেছে?
A2. দেরাদুনে বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

Q3. হামলার কারণ কী বলে অভিযোগ?
A3. বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় হামলা চালানো হয় বলে অভিযোগ।

Q4. কতজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে?
A4. ছয় অভিযুক্তের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Q5. রাহুল গান্ধীর মূল অভিযোগ কী?
A5. তাঁর অভিযোগ, বিজেপির শাসনে ঘৃণার পরিবেশ তৈরি হওয়ায় হিংসা স্বাভাবিক হয়ে উঠেছে।