কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ প্রাণ হারালেন ১৫ জন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ।
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার একটি বিচক্র্যাফট ১৯০০ টুইন প্রোপেলার উড়োজাহাজ। এটি ভেনেজুয়েলা সীমান্তবর্তী শহর কুকুটা থেকে কলম্বিয়ার ওকানা শহরের উদ্দেশে যাত্রা করেছিল।
বিমানে ছিলেন দেশটির সংসদ সদস্য দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু। ওকানার আকাশসীমায় প্রবেশের পর হঠাৎ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের। কিছুক্ষণের মধ্যেই এটি ভেঙে পড়ে এবং তীব্র বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
স্থানীয় প্রশাসনের ধারণা, বিমানে থাকা কেউই বেঁচে নেই। দুর্ঘটনাস্থলটি পাহাড়ি ও আবহাওয়া-সংবেদনশীল এলাকা হওয়ায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়েছে।
যদিও ওই অঞ্চলটি সশস্ত্র গোষ্ঠী ইএলএনের নিয়ন্ত্রণে, তবে হামলার কারণে দুর্ঘটনা ঘটেছে—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। নিহতদের দেহাবশেষ উদ্ধারে কলম্বিয়ার বিমান বাহিনীর একটি বিশেষ দল কাজ শুরু করেছে।

