রাতের অন্ধকারে ভেসে আসা কয়েকটি মেসেজই এবার তোলপাড় করে দিল ছত্তীসগঢ়। Chhattisgarh DSP Chat Controversy ঘিরে এখন সরগরম গোটা রাজ্য, আর সেই বিতর্কের কেন্দ্রে ডিএসপি কল্পনা বর্মা এবং ব্যবসায়ী দীপক টন্ডন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি হোয়াট্সঅ্যাপ চ্যাট নিয়ে চাঞ্চল্য বাড়ছে। দাবি, সেই চ্যাট নাকি ডিএসপি কল্পনা ও দীপকের ব্যক্তিগত আলাপচারিতা। সেখানে প্রেম, অভিমান, ফোন না করার অভিযোগ পর্যন্ত—সবই নাকি ধরা আছে স্ক্রিনশটে। তবে কল্পনা বর্মা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই চ্যাট সম্পূর্ণ ভুয়ো, তাঁর নামে করা একটি অপপ্রচার। অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন বলেও সতর্ক করেছেন তিনি।
ব্যবসায়ী দীপক অবশ্য উল্টো দাবি করছেন। তাঁর কথায়, কল্পনা তাঁকে প্রেমের ফাঁদে ফেলে দু’কোটি টাকা, হিরের আংটি, সোনার হার এবং একটি বিলাসবহুল গাড়ি নিয়েছেন। সম্পর্কের অবনতি ঘটতেই তিনি সমস্ত চ্যাট প্রকাশ্যে আনেন বলে অভিযোগ। এই ঘটনাতেই নতুন করে আগুন লেগেছে বিতর্কে।
সূত্র বলছে, দু’জনের পরিচয় ২০২১ সালে মহাসমুন্দে কল্পনার প্রথম পোস্টিং চলাকালীন। দীপকের হোটেলে বন্ধুবান্ধব নিয়ে ওঠেন কল্পনা। তাঁর এক বন্ধুর সূত্রেই দীপকের সঙ্গে আলাপ। অল্পদিনেই নম্বর বিনিময়, তারপর দীর্ঘ ফোনালাপ—এভাবেই নাকি তৈরি হয় ঘনিষ্ঠতা। পরবর্তী কালে কল্পনার রায়পুরে বদলি হলে আরও কাছাকাছি আসেন দু’জন। দীপকের বাড়িতেও নাকি যাতায়াত ছিল তাঁর।
চ্যাট ফাঁসের পর থেকে সামনে এসেছে আরও বিতর্কিত দাবি—টন্ডনের স্ত্রী বরখা নাকি এই বার্তাগুলি হাতে পেয়ে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন। সেখান থেকেই ঘরে অশান্তি, আর তার পর থেকেই দূরত্ব বাড়তে থাকে কল্পনা–দীপকের সম্পর্কেও।
তবে এই সমস্ত অভিযোগই অস্বীকার করছেন ডিএসপি কল্পনা বর্মা। তিনি জানিয়েছেন, সত্য প্রকাশ পেলে পরিষ্কার হবে, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছে।
1. Chhattisgarh DSP Chat Controversy কী নিয়ে?
ডিএসপি কল্পনা বর্মা ও ব্যবসায়ী দীপক টন্ডনের মধ্যে কথিত হোয়াট্সঅ্যাপ চ্যাট ফাঁস হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
2. দীপক টন্ডনের অভিযোগ কী?
তাঁর দাবি, ডিএসপি কল্পনা প্রেমের নামে দু’কোটি টাকা, গয়না ও একটি গাড়ি নিয়েছেন।
3. কল্পনা বর্মা অভিযোগ মানছেন কি?
না, তিনি দাবি করেছেন চ্যাট ভুয়ো এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
4. দু’জনের পরিচয় কীভাবে হয়েছিল?
২০২১ সালে মহাসমুন্দে কল্পনার পোস্টিং চলাকালীন দীপকের হোটেলে আলাপ হয়।
5. এই মামলা কি আইনি পর্যায়ে গিয়েছে?
কল্পনা আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, আর দীপকও পুলিশের কাছে অভিযোগ জমা দিয়েছেন।

