চেলসি বিক্রির অর্থ নিয়ে টানাপোড়েন, আব্রামোভিচকে কড়া হুঁশিয়ারি ব্রিটেনের

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই আবার আলোচনার কেন্দ্রে চেলসি ক্লাব বিক্রির অর্থ। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে এবার রুশ ধনকুবের রোমান আব্রামোভিচকে স্পষ্ট ও কঠোর বার্তা দিল যুক্তরাজ্য সরকার।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর নিষেধাজ্ঞার মুখে পড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি বিক্রি করতে বাধ্য হন আব্রামোভিচ। সেই সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্লাব বিক্রি থেকে পাওয়া প্রায় ২.৫ বিলিয়ন পাউন্ড ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

তবে তিন বছর পেরিয়ে গেলেও সেই বিপুল অর্থ এখনও একটি ব্রিটিশ ব্যাংক অ্যাকাউন্টে আটকে রয়েছে। যুক্তরাজ্য সরকারের দাবি, অর্থটি শুধু ইউক্রেনের মানবিক সহায়তায় ব্যবহার করতে হবে। কিন্তু আব্রামোভিচের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধের সব ভুক্তভোগী—রাশিয়ার নাগরিকরাও—এই সহায়তার আওতায় আসা উচিত। এই মতভেদের জেরেই অর্থ ছাড় নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

বুধবার পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার কড়া ভাষায় বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। তিনি জানান, সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় লাইসেন্স দিয়েছে, যাতে অর্থ স্থানান্তরের পথ খুলে যায়। তবে প্রতিশ্রুতি পূরণ না হলে আদালতে যাওয়ার প্রস্তুতিও রয়েছে বলে স্পষ্ট করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারও জানান, বিষয়টি আদালতের বাইরে দ্রুত মেটানোই সরকারের লক্ষ্য। তবে প্রয়োজনে আইনি লড়াইয়ে যেতে পিছপা হবে না যুক্তরাজ্য। ট্রেজারি বিভাগ পরিষ্কার করে দিয়েছে—এই অর্থ থেকে আব্রামোভিচ বা অন্য কোনো নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তি কোনোভাবেই লাভবান হতে পারবেন না।

প্রশ্ন ও উত্তর

চেলসি ক্লাব কেন বিক্রি করতে বাধ্য হন আব্রামোভিচ?
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে তাঁকে ক্লাব বিক্রি করতে হয়।

চেলসি বিক্রির মোট অর্থ কত?
প্রায় ২.৫ বিলিয়ন পাউন্ড।

এই অর্থ কোথায় আছে এখন?
একটি ব্রিটিশ ব্যাংক অ্যাকাউন্টে আটকে রয়েছে।

যুক্তরাজ্য সরকার কী চায়?
অর্থটি শুধু ইউক্রেনের মানবিক সহায়তায় ব্যয় হোক।

আব্রামোভিচ অর্থ না দিলে কী হবে?
যুক্তরাজ্য সরকার তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে।