হঠাৎ করেই চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সামনে নতুন অভিজ্ঞতার দরজা খুলতে চলেছে। ব্যবহারকারীর সঙ্গে হওয়া কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষামূলক উদ্যোগ শুরু করতে যাচ্ছে জনপ্রিয় এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট।
OpenAI জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক ও লগইন করা ফ্রি ব্যবহারকারীদের জন্য প্রথম দফায় এই বিজ্ঞাপন চালু হবে। পরীক্ষামূলক এই ব্যবস্থায় ব্যবহারকারীর প্রশ্নের উত্তরের নিচে ‘Sponsored’ লেবেলসহ বিজ্ঞাপন দেখা যাবে।
শুধু ফ্রি সংস্করণই নয়, মাসিক ৮ ডলারের নতুন ‘Go’ সাবস্ক্রিপশনেও বিজ্ঞাপন থাকবে। তবে ‘Plus’, ‘Pro’ এবং ব্যবসায়িক গ্রাহকদের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না বলে স্পষ্ট করেছে ওপেনএআই।
চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা Sam Altman অতীতে বিজ্ঞাপন সংযোজন নিয়ে অনাগ্রহী ছিলেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো গড়তে বিপুল ব্যয়ের চাপ সামলাতে প্রতিষ্ঠানটি নতুন আয়ের উৎস খুঁজছে।
ওপেনএআইয়ের দাবি, বিজ্ঞাপন চ্যাটজিপিটির উত্তরের নিরপেক্ষতা বা তথ্যভিত্তিক চরিত্রকে প্রভাবিত করবে না। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বা কথোপকথন বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে। চাইলে ব্যবহারকারীরা কথোপকথনভিত্তিক বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন।
স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও রাজনীতির মতো সংবেদনশীল বিষয়ে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। তবু বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত কথোপকথনের প্রেক্ষাপটে বিজ্ঞাপন দেখানো নিয়ে ভবিষ্যতে বিতর্ক তৈরি হতে পারে।
প্রশ্ন ও উত্তর
1. চ্যাটজিপিটিতে কারা বিজ্ঞাপন দেখতে পাবেন?
যুক্তরাষ্ট্রে লগইন করা প্রাপ্তবয়স্ক ফ্রি ব্যবহারকারীরা প্রথমে বিজ্ঞাপন দেখতে পাবেন।
2. কোন সাবস্ক্রিপশনে বিজ্ঞাপন থাকবে না?
Plus, Pro এবং ব্যবসায়িক গ্রাহকদের জন্য কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।
3. বিজ্ঞাপন কি চ্যাটজিপিটির উত্তর বদলে দেবে?
না, ওপেনএআই জানিয়েছে বিজ্ঞাপন উত্তরের ওপর প্রভাব ফেলবে না।
4. ব্যক্তিগত তথ্য কি বিজ্ঞাপনদাতাদের দেওয়া হবে?
না, ব্যবহারকারীর তথ্য বা কথোপকথন বিক্রি করা হবে না।
5. কোন বিষয়ে বিজ্ঞাপন দেখানো হবে না?
স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও রাজনীতিসংক্রান্ত আলোচনায় বিজ্ঞাপন থাকবে না।

