বাড়ি বাড়ি গিয়ে গণনা শুরু ২০২৬-এ, কী জানাল কেন্দ্রীয় সরকার?

Published By: Khabar India Online | Published On:

দেশজুড়ে চলছে এসআইআর, আর তার মধ্যেই কেন্দ্রীয় সরকার বাজিয়ে দিল নতুন জনগণনার ডঙ্কা। শুরু হল একদম নতুন প্রস্তুতি—যেখানে বদলে যাবে গণনার পদ্ধতি, বাজেট আর প্রযুক্তির ব্যবহার।

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের পরবর্তী জনগণনার জন্য বরাদ্দ করা হয়েছে ১১ লাখ ৭১৮.২৪ কোটি টাকা। এ বার গণনা হবে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে, যা ভারতের ইতিহাসে এক বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

জনগণনা করা হবে দুটি ধাপে। প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে। দ্বিতীয় ধাপটি হবে ২০২৭ সালের আদমশুমারি হিসেব অনুযায়ী আরও বিস্তৃত আকারে।

লাদাখ, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এই গণনার কাজ আলাদাভাবে সম্পন্ন করা হবে। প্রায় ৩০ লাখ কর্মী কাজ করবেন এই বিশাল প্রকল্পে—যাদের মধ্যে থাকবেন গণনাকারী, সুপারভাইজার, ট্রেনার, চার্জ অফিসার ও জেলা অফিসাররা।

নতুন জনগণনার অন্যতম আকর্ষণ ডিজিটাল সিস্টেম। মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য সরাসরি কেন্দ্রীয় পোর্টালে আপলোড হবে। এতে স্বচ্ছতা বাড়বে এবং যে কেউ সহজেই তথ্য যাচাই করতে পারবেন।

ভারতে ২০১১ সালের পর আর জনগণনা হয়নি। তাই ২০২৬–২৭-এর এই নতুন প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৮৭২ সালে প্রথম গণনা শুরু হলেও স্বাধীন ভারতে নিয়মিত আদমশুমারি হয় ১৯৫১ সাল থেকে। ২০১১ সালের হিসাবে দেশের জনসংখ্যা ছিল ১২১ কোটির বেশি। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালেই ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠবে।

সারা দেশে যখন এসআইআর চলছে, তখন কেন্দ্র আর দেরি করতে চাইছে না। বহু বছর পিছিয়ে থাকা জনগণনার কাজ এবার দ্রুত এগিয়ে নিতে চায় মোদি সরকার।

1. ২০২৬ সালের জনগণনা কবে শুরু হবে?
২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম ধাপের গণনা চলবে।

2. মোট কত টাকা বরাদ্দ করেছে কেন্দ্র?
১১ লাখ ৭১৮.২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য।

3. দ্বিতীয় ধাপের গণনা কখন হবে?
দ্বিতীয় ধাপটি ২০২৭ সালের আদমশুমারি হিসেব অনুযায়ী সম্পন্ন হবে।

4. কতজন কর্মী নিয়োগ করা হবে?
প্রায় ৩০ লাখ কর্মী অংশ নেবেন পুরো প্রক্রিয়ায়।

5. জনগণনা কি পুরোপুরি ডিজিটাল হবে?
হ্যাঁ, মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য আপলোড হবে এবং তা সরাসরি কেন্দ্রীয় পোর্টালে যাবে।