সরকারি নির্দেশিকা মেনে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন
জয়ন্ত সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল কুলটিতে সরকারি নির্দেশিকা মেনে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের কাজ।সোমবার বিকেলে কুলটি থানার শাকতড়িয়া এলাকায় সরকারি বিধি মেনে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন ।নিরঞ্জন ঘাটে পুলিশের উপস্থিতিতে এক এক করে কয়েকটি প্রতিমা নিরঞ্জন করা হয় এদিন ।প্রথা মেনে সকালে ঘট বির্শজন হয়েছে ।বিকালে নিরঞ্জন দেখতে সাধারন মানুষ ঘাটে এসেছিলেন।