” চরাচর ”
” চরাচর ” রুমকি আনোয়ার সংসারের ছেড়া পাতায় হঠাৎ ই খুঁজে পেলাম তোমার ছবি মনে কি পড়ে আমরা দুজনে একদিন নদী, কাশফুল ছুঁয়ে ছিলাম, বাবলা গাছের তলে,পার্কে সঙ্গীতে বুনে গেছি স্বপ্নের নক্সিগাঁথা অন্তরে বাহিরে, রাত্রির ছায়াতে দৌদুল্যমনতা কেবল আঁচর কেটে যায়। রাত্রির প্রগাঢ় আলিঙ্গনে ব্যবহৃত চাঁদর, তেল চিটচিটে হয়ে আছে এখনও রজনী,দ্বিজেন্দ্রর গান শুনতে শুনতে … Read more