গোলাপের কাঁটার মাধুর্য
গোলাপের কাঁটা! মনের অজানা দেশে, পাহাড়ে গোলাপের কাঁটা। শোন পাগলা, কত বেশি আছে সেই সুন্দর বিশাখা। গন্ধের মেঘে পুরনো হাওয়ার ঝকার, কত রঙিন শহরে দিন সেই ফুলের বিশাখা। কবে আসবে ফিরে এই দিনের কবিতা, গোলাপের কাঁটায় তুমি মুখে সুখের লিখিতা। মেঘলা আকাশে মেঘের মত মেঘনাদ, বৃষ্টিতে গড়ে পড়ে তোমার হাসিমুখের চাঁদ। পথে এসে আছে কবে … Read more
