প্রেমের ঝর্ণাধারা
বুকের মাঝে তুমি। বুকের মাঝে প্রতিফলিত হয় ব্যথা ও সুখের ঝর্না, কবি হয়ে লিখি পথের চাঁদা ও সবুজের মালা। শব্দের কার্যক্ষমতা দিয়ে সৃষ্টি করি ছবি ও সুর, ভাবের সাম্য দিয়ে প্রকাশ করি মনের নগর। কবিতা হল সেই নানা রঙের ঝর্ণা, বুকের মাঝে তার মাঝে ছিটে যাই সব যত্ন ও স্বপ্ন। কবিতাটি হল মনের মিলনের স্বর্গ, … Read more
