মেঘ নেমে এলো চোখে
মেঘ নেমে এলো চোখে। মেঘ নেমে এলো চোখে, অশ্রুজল ঝরে বুকে। ব্যথার ভারে হৃদয় কাঁপে, মনটা ভেঙে যায় দুখে। স্মৃতির পাতায় ভেসে ওঠে, তোমার মুখের হাসি। হারিয়ে যাওয়া দিনগুলোর কথা, মনে পড়ে আজ বারবার। তুমি চলে গেলে দূরে, শূন্যতা নেমে এসেছে জীবনে। কোথাও খুঁজে পাচ্ছি না তোমাকে, এই বেদনাই রয়েছে মনে। তুমি ফিরে আসবে কি … Read more
