কালীঘাট স্পোর্টস জিতল
শিখা দেব, কলকাতাঃ কালীঘাট স্পোর্টস জিতল। কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন খেলা বলতেই সমর্থকদের ভিড়। সোমবার ওয়াই এম সি এ মাঠে দারুন খেললো কালীঘাট স্পোর্টস দলের ফুটবলাররা। বিপক্ষে ছিল কোল ইন্ডিয়া। কালীঘাট স্পোর্টস ৩-০ গোলে হারিয়ে সত্যজিৎ চ্যাটার্জির কোল ইন্ডিয়াকে। দারুন খেলে নজর কাড়ল পান্ডু য়া র ছেলে শ্রীকান্ত কিষ্কু একাই দুটো গোল করে সেরা খেলোয়াড় … Read more