IPL-2023: আইপিএল নতুন তিন নিয়মে
পরিবর্তনটা আসছে আইপিএলের ২০২৩ আসরে। যোগ হচ্ছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর ধারণা। ক্রিকেট দুনিয়াকে নতুন আইডিয়াটা পরিচয় করিয়ে দিতে মাঠের আম্পায়ারদের হাত তুলতে দেখা যাবে। তাতেও থাকবে নতুনত্ব। দুই হাত উঁচিয়ে ইমপ্যাক্ট প্লেয়ারের জন্য দেবেন ক্রস সিগন্যাল। বিসিসিআইয়ের ভাবনা, এতে খেলায় আসবে আরও গতিশীলতা। আইপিএলে নতুন নিয়ম যোগ হচ্ছে টসের পরে একাদশ টসের আগেই একাদশ বিনিময় করতে … Read more