ডলারের দাপটে তলানিতে টাকা, কেন বাড়ছে উদ্বেগ?
ডলারের সামনে ফের বড়সড় ধাক্কা খেল ভারতীয় টাকা। মঙ্গলবার মার্কিন ডলারের বিপরীতে টাকার দামে দেখা গেল ঐতিহাসিক পতন, যা বাজারে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। একাধিক আন্তর্জাতিক ও ঘরোয়া কারণ মিলেই এই চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রয়টার্সের তথ্য অনুযায়ী, দিনের লেনদেনের এক পর্যায়ে ডলারের বিপরীতে টাকা নেমে যায় ৯১.০৭৫ স্তরে। দিনের শেষে প্রায় … Read more
