প্রথম জামাইষষ্ঠী, জমিয়ে খেলেন নীলাঞ্জন, ছবি শেয়ার করলেন ইমন
খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ অনেক সেলিব্রিটির মতোই নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)র এই বছর প্রথম জামাইষষ্ঠী। তাই সকালবেলায় স্ত্রী ইমন (Imon chakraborty)র সঙ্গে তিনি উপস্থিত হয়েছিলেন শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে হইহই করে নীলাঞ্জনকে বরণ করা হয়েছে। প্রথা অনুযায়ী, হাতপাখা দিয়ে বাতাস করা হয়েছে। তার সঙ্গেই ছিল জামাইষষ্ঠীর এলাহি মেনু। পাঁচরকম ভাজা, পোলাও, চিকেন, মাছ, দই, মিষ্টি, আম, কাঁঠাল, লিচু কিছুই … Read more