Postal Department: ডাক বিভাগে সমস্ত পরিষেবা বাংলায় চালু করার দাবি
সুমিত ঘোষ, মালদাঃ ডাক বিভাগে সমস্ত পরিষেবা বাংলায় চালু করার দাবিতে ডেপুটেশন দিল বাংলা পক্ষ মালদা জেলা কমিটি। বৃহস্পতিবার সকালে সংগঠনের সদস্যরা মালদা শহরের ফোয়ারা মোড়ে ডাক বিভাগের প্রধান কার্যালয়ের সামনে নিজেদের দাবি দাওয়া তুলে ধরে স্লোগান দিতে থাকেন এরপর হিন্দি এবং ইংরেজির পাশাপাশি বাংলাতেও সমস্ত পরিষেবা চালুর দাবিতে একটি ডেপুটেশন তুলে দেন কর্তৃপক্ষের হাতে।