এক বিজেপি কর্মীকে পুলিশ নিগৃহীত করার অভিযোগে, ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
খায়রুল আনাম, বোলপুরঃ এক বিজেপি কর্মীকে পুলিশ নিগৃহীত করার অভিযোগে খয়রাশোলের পাঁচড়ায় ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। রাস্তায় টায়ার জ্বেলে তারা বিক্ষোভ দেখায়। বিজেপির অভিযোগ, রথীলাল সিংহ নামে ওই বিজেপি কর্মী কয়লা পাচারকারীদের কাছ থেকে পুলিশের টাকা আদায়ের প্রতিবাদ করায়, তাকে পুলিশ মারধর করেছে।