আজ বাংলা নববর্ষ, নতুন বছর ১৪৩০ এর সূচনা
নিজস্ব সংবাদদাতাঃ আজ বাংলা নববর্ষ, নতুন বছর ১৪৩০ এর সূচনা। সারা বছর ভালো যাক, আনন্দে কাটুক, তাই মন্দির গুলোতে সকাল থেকেই দেখা গেছে ভক্তদের ভিড। শিলিগুড়ির মা ভবানী মন্দিরে আজ সকাল থেকে ভিড় লক্ষ্য করা গেছে। নতুন বছরের প্রথম দিন মন্দিরে পুজো দিতে এসেছিলেন অনেকেই। মায়ের আশীর্বাদ নিয়ে বছর নতুন বছর শুরু করলেন।