ইডি হানা ঘিরে তুমুল বিতর্ক, আই প্যাক কর্ণধারের বাড়িতে মুখ্যমন্ত্রী
হঠাৎই সাতসকালের অভিযানে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল রাজ্যে। ইডি হানা ঘিরে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বৃহস্পতিবার সকালে আই প্যাকের কর্ণধার Pratik Jain-এর লাউডন স্ট্রিটের বাড়ি এবং সেক্টর ফাইভে সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। সেই সময়ই ঘটনাস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন নগরপাল মনোজ ভার্মা। তল্লাশি শেষে দেখা যায়, প্রতীকের বাড়ি … Read more
