সিইও দফতরের সামনে বিক্ষোভে উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেন বিএলওরা
উত্তেজনার আঁচ ফের ছড়াল কলকাতার সিইও দফতরের সামনে। সকালে শুরু হওয়া শান্ত বিক্ষোভ মুহূর্তে রূপ নিল ধাক্কাধাক্কি আর উত্তাপে, যখন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা তাঁদের দীর্ঘদিনের দাবি সামনে এনে ব্যারিকেড পেরোতে উদ্যত হন। মৃত বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির দাবিই ছিল এ দিনের মূল সুর। গত কয়েক দিন ধরেই সিইও দফতরের সামনে অবস্থান … Read more
