১০টা মালবোঝাই লঞ্চটি গঙ্গার কাছে ডুবে যায়
সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ ঝাড়খণ্ডের রাজমহল থেকে ১০টা মালবোঝাই লরি নিয়ে একটা লঞ্চ আসছিলো মালদায়। মানিকচকের কাছে আসতেই লঞ্চটি গঙ্গার কাছে ডুবে যায়. অনুমান, ২০ জন চালক, সহচলক ও যাত্রী নিখোঁজ। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজৌরিয়াসহ প্রশাসনের কর্তারা। উদ্ধারকাজ শুরু করা হয়েছে। অন্য লঞ্চ, … Read more