সায়নী ঘোষকে প্রার্থী মানছি না মানব না স্লোগান তুলে বিক্ষোভ
টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল দক্ষিণ বিধানসভার প্রার্থী পূর্নরবিবেচনার দাবিতে বিক্ষোভ স্লোগান। শুক্রবার রাতে হিরাপুর অঞ্চলে তৃৃণমূলের পতাকা হাতে একটি অংশ, সায়নী ঘোষকে প্রার্থী মানছি না মানব না স্লোগান তুলে বিক্ষোভে সামিল হয়। পুনরায় প্রার্থী বিবেচনা করা হোক ও আসানসোল দক্ষিণের ঘরের ছেলে লক্ষণ ঠাকুরকে প্রার্থী করা হোক এই দাবি জানাতে থাকে তারা।