শেষ হাসিটা যেন আগেই লেখা ছিল। বিগ ব্যাশের প্রথম কোয়ালিফায়ারে শুরু থেকেই ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেয় Perth Scorchers। একতরফা পারফরম্যান্সে Sydney Sixers-কে ৪৮ রানে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস গড়ল পার্থ।
টস হেরে ব্যাট করতে নেমে পার্থ স্কচার্স খুব একটা স্বচ্ছন্দ্যে শুরু করতে পারেনি। নিয়মিত উইকেট পড়লেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ১৪৭ রান। ওপেনার Finn Allen ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার, তার ব্যাট থেকে আসে ৪৯ রান। অধিনায়ক Ashton Turner করেন ২৯ রান। এছাড়া Jhye Richardson যোগ করেন ২০ রান।
লক্ষ্য তাড়ায় নামার পরই বিপর্যয় নামে সিডনি শিবিরে। পার্থের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি তারা। পুরো দল মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায়। একমাত্র Steven Smith কিছুটা লড়াই করেন, ২৪ বলে ৩৭ রান করে।
পার্থের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন Mahli Beardman, যিনি নেন ৩টি উইকেট। Cooper Connolly ও David Payne নেন দুটি করে উইকেট। এই জয়ে Big Bash League-এর ইতিহাসে সবচেয়ে বেশি বার ফাইনালে ওঠার নজির আরও শক্ত করল পার্থ স্কচার্স।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: পার্থ স্কচার্স কতবার বিগ ব্যাশের ফাইনালে উঠল?
উত্তর: এই নিয়ে নবমবার বিগ ব্যাশের ফাইনালে উঠল পার্থ স্কচার্স।
প্রশ্ন ২: কোয়ালিফায়ার ম্যাচে পার্থ কত রান করেছিল?
উত্তর: ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করে পার্থ স্কচার্স।
প্রশ্ন ৩: সিডনি সিক্সার্স কত রানে অলআউট হয়?
উত্তর: সিডনি সিক্সার্স ৯৯ রানেই গুটিয়ে যায়।
প্রশ্ন ৪: ম্যাচে সর্বোচ্চ রান কার?
উত্তর: পার্থের হয়ে ফিন অ্যালেন করেন সর্বোচ্চ ৪৯ রান।
প্রশ্ন ৫: পার্থের হয়ে সর্বোচ্চ উইকেট কে নিয়েছেন?
উত্তর: মাহলি বেয়ার্ডম্যান নিয়েছেন সর্বোচ্চ ৩টি উইকেট।

