বলিউডে নস্টালজিয়া, দুই অক্ষয় একসঙ্গে Bhagam Bhag 2-এ

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই বলিউডে আলোড়ন—Bhagam Bhag 2 Akshay Kumar Akshaye Khanna নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রায় ১৫ বছর পর আবার একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন অক্ষয় কুমার ও অক্ষয় খান্না, আর তাতেই উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের মধ্যে।

সূত্রের খবর, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় কমেডি ছবি ‘ভাগম ভাগ’-এর সিক্যুয়েল তৈরির পরিকল্পনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই ছবির শ্যুটিং শুরু হতে পারে।

ছবিটি পরিচালনা করবেন ‘ড্রিম গার্ল’ খ্যাত পরিচালক রাজ শাণ্ডিল্য। জানা যাচ্ছে, প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে ‘ভাগম ভাগ ২’-এর কাহিনি। ফলে পুরনো ছবির মজাদার আবহ বজায় থাকলেও গল্পে থাকবে নতুন টুইস্ট।

এই ছবিতে দুই অক্ষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। তবে আগের ছবিতে অভিনয় করা গোবিন্দা এই সিক্যুয়েলে থাকছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ গত বছর তিনি জানিয়েছিলেন, ‘ভাগম ভাগ ২’-এর জন্য তাঁকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি।

শেষবার অক্ষয় কুমার ও অক্ষয় খান্নাকে একসঙ্গে দেখা গিয়েছিল ২০১০ সালের ‘তিস মার খান’ ছবিতে। দীর্ঘ বিরতির পর তাঁদের এই যুগলবন্দি আবারও দর্শকদের হাসির খোরাক জোগাবে বলেই আশা করা হচ্ছে।

প্রশ্ন ও উত্তর

  1. ভাগম ভাগ ২ কবে শ্যুটিং শুরু হবে?
     সবকিছু ঠিক থাকলে আগামী বছর শ্যুটিং শুরু হতে পারে।

  2. ছবির পরিচালক কে?
     ছবিটি পরিচালনা করবেন রাজ শাণ্ডিল্য।

  3. অক্ষয় কুমার ও অক্ষয় খান্নাকে শেষবার কবে একসঙ্গে দেখা গিয়েছিল?
     ২০১০ সালের ‘তিস মার খান’ ছবিতে।

  4. এই ছবিতে কোন অভিনেত্রী গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন?
     অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী।

  5. গোবিন্দা কি ভাগম ভাগ ২-এ থাকছেন?
     বিষয়টি এখনও নিশ্চিত নয়।