রাজ্যে মৃত ও নিখোঁজ মিলিয়ে বাদ পড়ল বিপুল ভোটার, কী জানাল নির্বাচন কমিশন?

Published By: Khabar India Online | Published On:

রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই সামনে এল এক চমকে দেওয়া পরিসংখ্যান। পশ্চিমবঙ্গের খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষেরও বেশি ভোটার, যা স্বাভাবিকভাবেই রাজ্যজুড়ে নতুন প্রশ্ন তুলেছে।

বৃহস্পতিবার এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম জমা নেওয়ার পর নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, তালিকায় ‘মৃত’ হিসেবে চিহ্নিত হয়েছেন ২৪ লক্ষেরও বেশি মানুষ। আরও ১২ লক্ষের বেশি ভোটারের কোনও খোঁজ পাওয়া যায়নি। তিনবার বাড়িতে যাওয়ার পরও বিএলও তাঁদের না-পেলে ‘নিখোঁজ’ তালিকায় রাখা হয়।

এ ছাড়া ঠিকানা পরিবর্তন করেছেন প্রায় ২০ লক্ষ ভোটার। একাধিক জায়গায় নাম থাকা ১.৩৭ লক্ষ নাগরিকের ক্ষেত্রে এক জায়গা ছাড়া বাকিগুলি থেকে নাম বাদ দেওয়া হয়েছে। প্রায় ৫৮ হাজারকে রাখা হয়েছে ‘অন্যান্য’ তালিকায়, যাঁদের বড় অংশ ‘ভুয়ো’ বলে দাবি কমিশনের।

জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি বাদ পড়েছে দক্ষিণ ২৪ পরগনায় ৮ লক্ষেরও বেশি নাম। উত্তর ২৪ পরগনায় ৭.৯ লক্ষ ও হাওড়ায় প্রায় ৪.৫ লক্ষ নাম বাদ। উত্তর কলকাতায় বাদ পড়েছে প্রায় ৩.৯ লক্ষ এবং দক্ষিণ কলকাতায় ২.১৬ লক্ষ ভোটার।

আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে রাজ্যের খসড়া ভোটার তালিকা। আপত্তি বা অভিযোগ জানালে তা শুনানিতে বিবেচনা করা হবে এবং যাচাইয়ের পর ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা।

কমিশন ভোটারদের তিনটি ভাগে রেখেছে— নিজস্ব ম্যাপিং, প্রজেনি ম্যাপিং এবং নন-ম্যাপিং। শেষের তালিকায় থাকা ৩০ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। তাঁদের তথ্যপ্রমাণ খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

১. ঠিক কোন তারিখে প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা?
১৬ ডিসেম্বর রাজ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে খসড়া তালিকা।

২. কতজন ভোটারকে ‘মৃত’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে?
২৪ লক্ষ ১৯ হাজারেরও বেশি মানুষকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

৩. নিখোঁজ ভোটার কারা?
যাঁদের বাড়িতে তিনবার গিয়ে বিএলও খুঁজে পাননি, তাঁদের ‘নিখোঁজ’ তালিকায় রাখা হয়েছে।

৪. নন-ম্যাপিং তালিকায় কারা রয়েছেন?
যাঁদের নিজের বা আত্মীয়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তাঁরা এই তালিকায়।

৫. চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ পাবে?
২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।