বাসন্তীতে বোমা বিস্ফোরণ, গুরুতর জখম চতুর্থ শ্রেণির ছাত্র

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ বিকট শব্দ, তারপরই চারদিকে আতঙ্ক—এক মুহূর্তে বদলে গেল একটি শিশুর জীবন। দক্ষিণ ২৪ পরগনার Basanti এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হয়েছে চতুর্থ শ্রেণির এক ছাত্র।

বুধবার রাতে বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়িতে বোমা মজুত বা তৈরির সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। সেই সময় আশপাশে খেলছিল কয়েকজন শিশু। বিস্ফোরণের তীব্রতায় কালো গায়েন নামে ওই নাবালক গুরুতরভাবে জখম হয়।

হাসপাতাল সূত্রে খবর, শিশুটির ডান হাত এবং দু’টি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার SSKM Hospital-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসীদের দাবি, একটি ক্লাবের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। সেই বিরোধের জেরেই এই ঘটনা বলে অনুমান। বিস্ফোরণের পর গোটা আমঝাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভোটের আবহে ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। একদিকে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অন্যদিকে তা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং বাড়িটিতে আর কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শৈশবের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল এই বোমা কাণ্ড।

প্রশ্ন ও উত্তর

Q1. কোথায় বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে?
A. দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া এলাকায়।

Q2. আহত শিশুটির অবস্থা কেমন?
A. সে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।

Q3. কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে?
A. স্থানীয় জমি বা ক্লাব সংক্রান্ত বিবাদের জেরেই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান।

Q4. ঘটনায় কি রাজনৈতিক যোগসূত্র রয়েছে?
A. বিরোধীদের অভিযোগ থাকলেও শাসকদল তা অস্বীকার করেছে।

Q5. পুলিশ কী পদক্ষেপ নিয়েছে?
A. পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিস্ফোরকের উৎস খতিয়ে দেখছে।