হঠাৎ করেই ক্রিকেটপ্রেমীদের মনে ধাক্কা—পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান পেসার Kane Richardson। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের অবসরের ঘোষণা করেন এই ডানহাতি তারকা।
পোস্টে কেন রিচার্ডসন জানান, চলমান বিগ ব্যাশ লিগ দিয়েই শেষ হচ্ছে তাঁর দীর্ঘ পেশাদার ক্রিকেট যাত্রা। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই মুহূর্তেই ক্রিকেটকে বিদায় জানানোর সবচেয়ে উপযুক্ত সময়।
অবসরের ঘোষণায় কোচ, প্রশাসন এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিচার্ডসন। বিশেষভাবে ধন্যবাদ জানান সাউথ অস্ট্রেলিয়া ও নর্দার্ন টেরিটরি ক্লাব কর্তৃপক্ষকে, যাদের সহযোগিতায় তাঁর ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছে।
জাতীয় দলের হয়ে খুব দীর্ঘ সময় না খেললেও গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের অংশ ছিলেন এই পেসার। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি খেলেছেন ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলে তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগেও পরিচিত মুখ ছিলেন কেন রিচার্ডসন। Big Bash League ছাড়াও আইপিএল, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট, দ্য হানড্রেড এবং সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি।
দীর্ঘ এই যাত্রার শেষে রিচার্ডসনের বার্তা স্পষ্ট—শৈশবের স্বপ্ন পূরণ করেই ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
প্রশ্ন ও উত্তর
১. কেন রিচার্ডসন কবে অবসর ঘোষণা করেন?
২০২৬ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তিনি অবসরের ঘোষণা দেন।
২. তিনি কোন দেশের হয়ে খেলেছেন?
কেন রিচার্ডসন অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন।
৩. আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ম্যাচ সংখ্যা কত?
তিনি ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
৪. কোন কোন বিশ্বকাপজয়ী দলে তিনি ছিলেন?
২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলে ছিলেন তিনি।
৫. আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও কোথায় খেলেছেন রিচার্ডসন?
আইপিএল, বিগ ব্যাশ, টি-টোয়েন্টি ব্লাস্ট, দ্য হানড্রেড ও আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন।

