একসময় যে মেয়েটাকে ছোটপর্দায় দেখলেই দর্শকের মুখে হাসি ফুটে উঠত, আজ সে অনেকটাই বড়। ভুতু ধারাবাহিকের সেই ছোট্ট মুখ, আর্শিয়া মুখোপাধ্যায়, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে গড়ে তুলছেন নতুনভাবে।
টেলিভিশনের জনপ্রিয়তা পেরিয়ে আর্শিয়া এবার মন দিয়েছেন সিনেমার দিকে। ইতিমধ্যেই বড় পর্দায় তার উপস্থিতি নজর কেড়েছে। এবার মুক্তির অপেক্ষায় রয়েছে তার দ্বিতীয় ছবি ওসিডি, যা আগামী ৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে।
এই ছবিতে আর্শিয়াকে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান–এর ছোটবেলার চরিত্রে। ট্রেলারেই স্পষ্ট, চরিত্রটি বেশ আবেগঘন এবং চ্যালেঞ্জিং।
আর্শিয়া জানান, পরিচালকের সঙ্গে আগের পরিচয়ের সূত্রেই এই সুযোগ পাওয়া। শুটিংয়ের সময় সহ-অভিনেতা ও পরিচালকের কাছ থেকে তিনি নিয়মিত গাইড পেয়েছেন। মধ্যবিত্ত পরিবারের একজন শিক্ষার্থী হয়েও এমন সংবেদনশীল চরিত্রে অভিনয় করা তার কাছে ছিল বড় অভিজ্ঞতা।
‘ওসিডি’ ছবির গল্পে উঠে এসেছে শিশুদের ওপর নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়। আর্শিয়ার চরিত্রটি ছোটবেলার নানা অন্যায়ের শিকার হয়ে বড় হয়ে প্রতিশোধের পথে হাঁটে। এই চরিত্র বুঝতে গিয়ে তিনি নিজেও অনেক কিছু শিখেছেন বলে জানান।
ভবিষ্যৎ পরিকল্পনায় আর্শিয়া স্পষ্ট—মাধ্যমিক শেষ হলে ধারাবাহিক, সিনেমা ও ওয়েব সিরিজ সব মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চান। ছোট্ট ভুতু থেকে পরিণত অভিনেত্রী হয়ে ওঠার এই যাত্রা যে আরও দূর যাবে, তা বলাই যায়।

