ঝাঁ চকচকে জীবনের আড়ালে আচমকাই নেমে এল বড়সড় ঝড়। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের শ্বশুরবাড়িতে সম্প্রতি আয়কর হানাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
মুম্বইয়ের ৭০ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করেন অঙ্কিতা। ছত্তীসগঢ়ের ব্যবসায়ী ভিকি জৈনকে বিয়ের পর থেকেই তাঁর জীবনযাপন নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে এ বার আলোচনার কেন্দ্রে তাঁদের পারিবারিক ব্যবসা।
খবরে প্রকাশ, ১২ ডিসেম্বর সকাল থেকে একটানা তল্লাশি চালায় রায়পুর থেকে আসা বিশেষ জিএসটি দল। শুধু অঙ্কিতার শ্বশুরবাড়িতেই নয়, ভিকি জৈনের পরিবারের সঙ্গে যুক্ত মোট ১১টি ঠিকানায় একসঙ্গে অভিযান চালানো হয়। এর মধ্যে রয়েছে অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং অন্যান্য সংস্থাও।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কর হিসাব নিয়ে গুরুতর গরমিল ধরা পড়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের কর ফাঁকি দেওয়া হয়েছে। তল্লাশির পর ছত্তীসগঢ়ের তিনটি কয়লা ব্যবসায়ী সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়।
সবচেয়ে বেশি কর ও জরিমানা দিয়েছে অঙ্কিতা লোখান্ডের শ্বশুরবাড়ির ব্যবসায়িক প্রতিষ্ঠান। মোট মিলিয়ে ২৭.৫ কোটি টাকারও বেশি কর ও জরিমানা রাজ্যের কোষাগারে জমা পড়েছে। জানা গিয়েছে, ভিকি জৈনের পারিবারিক সংস্থা প্রথম দফায় প্রায় ১০ কোটি টাকা জমা দেয়। পরের দিন আরও দুটি সংস্থা ১১ কোটি ও ৬.৫ কোটি টাকা করে পরিশোধ করে।
এই ঘটনার মাঝেই ব্যক্তিগত জীবনে উৎসব থামাননি অঙ্কিতা। ১৪ ডিসেম্বর স্বামী ভিকি জৈনের সঙ্গে নিজেদের বিবাহবার্ষিকী পালন করেন অভিনেত্রী, যা নিয়েও চর্চা তুঙ্গে।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: কেন অঙ্কিতা লোখান্ডের শ্বশুরবাড়িতে আয়কর হানা হয়?
উত্তর: কর হিসাব ও ব্যবসায়িক লেনদেনে গুরুতর গরমিলের অভিযোগে এই তল্লাশি চালানো হয়।
প্রশ্ন ২: মোট কত টাকা কর ও জরিমানা আদায় হয়েছে?
উত্তর: সব মিলিয়ে ২৭.৫ কোটি টাকারও বেশি কর ও জরিমানা আদায় হয়েছে।
প্রশ্ন ৩: কতগুলি জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হয়?
উত্তর: ভিকি জৈনের পরিবারের সঙ্গে যুক্ত মোট ১১টি ঠিকানায় অভিযান হয়।
প্রশ্ন ৪: কোন রাজ্য থেকে তদন্তকারী দল আসে?
উত্তর: ছত্তীসগঢ়ের রায়পুর থেকে বিশেষ জিএসটি দল আসে।
প্রশ্ন ৫: ঘটনার সময় অঙ্কিতা কী করছিলেন?
উত্তর: সমস্ত ঘটনার মাঝেই অঙ্কিতা ও ভিকি তাঁদের বিবাহবার্ষিকী পালন করেন।

