কে কল করছে, তা আপনি না বুঝে ওঠার আগেই ফোনে খুলে যাচ্ছিল ব্যাংকিং অ্যাপ—আর এই সুযোগেই ঘটছিল প্রতারণা। ঠিক এই ঝুঁকিই কমাতে গুগল এবার অ্যান্ড্রয়েডে নিয়ে এসেছে নতুন ‘ইন-কল স্ক্যাম প্রটেকশন’ ফিচার, যা স্ক্যাম ঠেকাতে আগেভাগেই সতর্ক করে দেবে ব্যবহারকারীকে।
সম্প্রতি চালু হওয়া এই নিরাপত্তা সুবিধাটি কাজ করবে যখন কোনো অচেনা নম্বর থেকে কল আসে এবং সেই সময় ব্যবহারকারী ব্যাংকিং বা পেমেন্ট অ্যাপ খুলতে যান। তখনই অ্যান্ড্রয়েড স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে সতর্কবার্তা দেখাবে, যেন কেউ ফোনে ব্যাংক কর্মচারী সেজে প্রতারণা চালাতে না পারে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ স্ক্যামই শুরু হয় অচেনা কারও ফোন কল থেকে, যেখানে ভুক্তভোগীকে ধাপে ধাপে আর্থিক অ্যাপ খুলতে প্রলুব্ধ করা হয়। গুগল জানিয়েছে, নতুন ফিচারটি সেই প্রতারণার ধাপগুলো শুরু হওয়ার আগেই থামিয়ে দিতে সাহায্য করবে।
অ্যান্ড্রয়েড ১১ ও এর পরের সংস্করণে এই সুবিধা পাওয়া যাবে। প্রাথমিকভাবে ভারতসহ কিছু দেশে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হয়েছে বলে জানানো হয়েছে।
1. ইন-কল স্ক্যাম প্রটেকশন কীভাবে কাজ করে?
অচেনা নম্বর থেকে কল এলে এবং ব্যাংকিং বা পেমেন্ট অ্যাপ খোলা হলে ফোন স্বয়ংক্রিয় সতর্কতা পাঠায়।
2. কোন অ্যান্ড্রয়েড ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাবে?
অ্যান্ড্রয়েড ১১ এবং এর পরবর্তী সংস্করণগুলোতে।
3. ফিচারটি কি সব দেশে চালু হয়েছে?
প্রাথমিকভাবে ভারতসহ কিছু নির্বাচিত অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
4. কোন পরিস্থিতিতে সতর্কবার্তা দেখা যাবে?
যখন কলারের নম্বরটি সেভ করা নেই এবং একই সময়ে কোনো ব্যাংকিং বা পেমেন্ট অ্যাপ খোলা হয়।
5. এটি কি স্ক্যাম ঝুঁকি পুরোপুরি দূর করবে?
ঝুঁকি কমাবে, তবে ব্যবহারকারীর সচেতনতা এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ।

