বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কতটা প্রস্তুত—এই প্রশ্নের উত্তর খুঁজতেই বাংলায় আসছেন দলের ‘চাণক্য’ অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা শেষ হতেই দু’দিনের রাজ্য সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজ্য বিজেপি সূত্রে খবর, বুথ লেভেলে সাংগঠনিক শক্তি কতটা মজবুত, কোথায় দুর্বলতা রয়েছে এবং কোন পথে এগোলে ভোটের ময়দানে সুবিধা হবে—এসব বিষয় নিয়েই মূলত বৈঠকে বসবেন অমিত শাহ। বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই, ফলে এখনই রণকৌশল চূড়ান্ত করতে চাইছে গেরুয়া শিবির।
বর্তমানে এসআইআর ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির একাংশের দাবি, এই প্রক্রিয়ায় প্রায় এক কোটি নাম বাদ যেতে পারে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা নিয়েও উদ্বেগ রয়েছে। স্বাভাবিকভাবেই অমিত শাহের বৈঠকে এসআইআর ইস্যু গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
সূত্র মারফত জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৯ ও ৩০ তারিখ বাংলায় থাকবেন শাহ। এই সময়ের মধ্যেই তিনি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
উল্লেখযোগ্যভাবে, শনিবার রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে। ওই এলাকায় মতুয়া ভোটারদের প্রভাব বেশি। এসআইআর নিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তার দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। মোদির সফরের পরপরই অমিত শাহের আগমন বিজেপির নির্বাচনী প্রস্তুতিকে আরও স্পষ্ট করবে।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: অমিত শাহ কবে বাংলায় আসছেন?
উত্তর: সব ঠিক থাকলে চলতি মাসের ২৯ ও ৩০ তারিখ তিনি বাংলায় আসবেন।
প্রশ্ন ২: এই সফরের মূল উদ্দেশ্য কী?
উত্তর: বুথ লেভেলে সংগঠন কতটা শক্তিশালী তা খতিয়ে দেখা এবং বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করা।
প্রশ্ন ৩: এসআইআর ইস্যু কি আলোচনায় থাকবে?
উত্তর: হ্যাঁ, এসআইআর এবং নাম বাদ যাওয়ার আশঙ্কা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
প্রশ্ন ৪: কারা কারা বৈঠকে থাকবেন?
উত্তর: রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন।
প্রশ্ন ৫: মোদির সভার সঙ্গে এই সফরের কী যোগ?
উত্তর: মোদির সভার রাজনৈতিক বার্তার পর সংগঠন ও কৌশল চূড়ান্ত করতেই শাহের সফর।

