একটা ছবিই যথেষ্ট—সব জল্পনা থামিয়ে দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে বলিউডের আলোচিত তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুজব ঘুরে বেড়াচ্ছিল নেটদুনিয়ায়। কিন্তু এবার সেই সব কথার জবাব যেন নিজেরাই দিয়ে দিলেন তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানেই একসঙ্গে হাজির হলেন ঐশ্বরিয়া ও অভিষেক। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। কালো স্যুটে ঐশ্বরিয়া, নৈমিত্তিক পোশাকে অভিষেক—দু’জনকে পাশাপাশি দেখে নতুন করে আলোচনা শুরু হয়।
অনুষ্ঠানে তাঁদের সঙ্গে ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দ্যা রাই। ভেন্যুতে প্রবেশের সময় স্বাভাবিক ভঙ্গিতেই ধরা দেন এই তারকা দম্পতি। কোনও অস্বস্তি বা দূরত্ব চোখে পড়েনি।
এই উপস্থিতি আরও তাৎপর্যপূর্ণ, কারণ এর কয়েকদিন আগেই অভিষেক প্রকাশ্যে বিচ্ছেদের গুজবকে ‘সম্পূর্ণ মিথ্যা ও দূষিত’ বলে কটাক্ষ করেছিলেন। তিনি স্পষ্ট জানান, এসব জল্পনার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।
২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া-অভিষেক। তাঁদের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। গত বছর কিছু আলাদা অনুষ্ঠানে আলাদা উপস্থিতির কারণেই গুঞ্জন আরও জোরদার হয়। তবে এবারের একফ্রেমে ধরা পড়া যেন নিন্দুকদের মুখে ছাই।
প্রশ্ন ও উত্তর
ঐশ্বরিয়া ও অভিষেক কোথায় একসঙ্গে দেখা গিয়েছে?
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে।
কেন তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়েছিল?
কিছু পারিবারিক অনুষ্ঠানে আলাদাভাবে উপস্থিত থাকার কারণে।
অভিষেক বচ্চন কী বলেছেন গুজব নিয়ে?
তিনি একে সম্পূর্ণ মিথ্যা ও ইচ্ছাকৃতভাবে আঘাতমূলক বলেছেন।
অনুষ্ঠানে কারা তাদের সঙ্গে ছিলেন?
ঐশ্বরিয়ার মা বৃন্দ্যা রাই উপস্থিত ছিলেন।
ঐশ্বরিয়া-অভিষেকের কন্যার নাম কী?
তাদের মেয়ের নাম আরাধ্যা বচ্চন।

