দীর্ঘ বিরতির পর যখন তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখনই মনে জাগল এক প্রশ্ন— এবার কী নতুন চমক নিয়ে ফিরছেন অহনা দত্ত? বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী যেন প্রত্যাবর্তনেই জানিয়ে দিলেন নিজের স্পষ্ট অবস্থান।
মাস ছয়েক আগে মা হওয়ার পর অভিনয় থেকে দূরে ছিলেন অহনা। সেই কারণে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের আলোচিত খলচরিত্র ‘মিশকা সেন’-কে দর্শকরা তাকে ছাড়া কল্পনাই করতে পারেননি। তবে মেয়ের বয়স ছয় মাস পেরোতেই আবারও তিনি অভিনয়ে ফিরলেন। এদিকে তার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-র প্রোমো ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।
নতুন চরিত্রটি এবারও নেতিবাচক হবে কি না— এমন প্রশ্নই ঘুরছিল সবার মনে। তবে নিজেই জানান, এখন পর্যন্ত শুটে তেমন কিছু মনে হয়নি। পুরো চরিত্র সম্পর্কে স্পষ্ট ব্রিফিং এখনো পাননি তিনি, আরও কিছুদিন শুটিং হলে বিষয়টি পরিষ্কার হবে।
অহনা অকপটে বলেন, তিনি কখনো নায়িকার চাপ নিতে চাননি। মেয়ে ও কাজ— এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে চান তিনি। তার ভাষায়, নায়িকাদের কাজের চাপ অনেক বেশি, যেটা এখন নিতে চান না। প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরতে পারাই এখন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সবশেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন— নায়িকা হওয়ার কোনো লালসা তার নেই। তিনি শুধু ভালো অভিনেত্রী হয়ে উঠতেই চান, নাম বা ভূমিকায় তার আগ্রহ নেই।
১. অহনা দত্ত কেন নায়িকা হতে চান না?
তিনি জানান, নায়িকাদের অতিরিক্ত কাজের চাপ তিনি নিতে চান না এবং অভিনেত্রী হিসেবেই নিজের পরিচয় গড়ে তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
২. দীর্ঘ বিরতির কারণ কী ছিল?
মাস ছয়েক আগে মা হওয়ায় তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।
৩. নতুন ধারাবাহিকে তার চরিত্র কেমন?
তিনি জানান, এখনো স্পষ্ট ধারণা নেই; কয়েকদিন শুটিং হলে বিষয়টি পরিষ্কার হবে।
৪. কোন ধারাবাহিকের মাধ্যমে তিনি ফিরছেন?
‘তারে ধরি ধরি মনে করি’ নামের নতুন ধারাবাহিকে তাকে দেখা যাবে।
৫. পরিবার সামলানো ও অভিনয়— কোনটি এখন বেশি গুরুত্বপূর্ণ?
তিনি বলেন, সময়মতো বাড়ি ফেরা এবং মেয়ের সঙ্গে সময় কাটানোই এখন তার অগ্রাধিকার।

