নিস্তব্ধ জীবনে দু এক পশলা

Published By: Khabar India Online | Published On:

নিস্তব্ধ জীবনে দু এক পশলা 

 

লোপামুদ্রা কুন্ডু

এক একজনকে দেখে মনে হয় একটা পাখি। খুব ভুল হলে পাখিটিই কবিতা। হলুদ কলকে ফুল দিয়ে তারাদের কানের দুল। দিদা অমন পরে থাকত কানে। ভোরে এসে কিছুক্ষণ বসে থাকল আকুল। ফুলের ডালটির আনন্দে পুব মুখ।

আজান দোলে। কখনো নিরীহ শিশুটির মত জল তুলে দুহাতে মাখে। খোলা আশপাশ। একলা তুমি ছাড়া কেউ কোত্থাও নেই।

আমার তোমার কথা ভেবে ভেবেই সুখ…