তৃণমূল কর্মীরা রাজ্য নেতা ভি সিবদাশনের সাথে দেখা করে জানালো, জিতেন্দ্র তেওয়ারি কে দলে না নেওয়া হয়

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   দলত্যাগী জিতেন্দ্র তেওয়ারি কে দলে যাতে না নেওয়া হয় এই মর্মে জমায়েত আসানসোল বাজার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। ৩৮ ও ৮৭ নম্বর ওয়ার্ড থেকে বেশ কিছু তৃণমূল কর্মীরা এদিন আসানসোল বাজার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে তৃণমূলের রাজ্য নেতা ভি সিবদাশনের সাথে দেখা করে একথা জানান। আগামীকাল এ বিষয়ে আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক কেও জানানো হবে বলে জানান তারা। তাদের অভিযোগ, দল ছেড়ে চলে গেছেন জিতেন্দ্র তেওয়ারি। সায়নী ঘোষ পরাজিত হওয়ার পেছনে জিতেন্দ্র তেওয়ারির হাত রয়েছে বলেও অভিযোগ করেন মনোজ হাজরা।

আরও পড়ুন -  Weather: ঝেঁপে বৃষ্টি কবে, ৩ জেলায় হতে পারে কালবৈশাখী ঝড়, তাতে অস্বস্তি কমবে!

বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা ভি সিবদাশন কর্মীদের সর্মথন জানিয়ে বলেন, ওরা ঠিক বলেছে, জিতেন্দ্র যে এলাকার কাউন্সিলার ছিলেন, এরা সেই এলাকার মানুষ। এরা কোন বাইরে থেকে আসেনি, যখন ক্ষমতায় ছিল তখন আতঙ্ক করে রেখে ছিল, এখন একটা মানুষ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন -  Earthquake Indonesia: ৬ বছর বয়সী শিশুকে জীবিত উদ্ধার দুইদিন পর, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প