খেলা ঘর

Published By: Khabar India Online | Published On:

খেলা ঘর

রোজমেরী উইলসন 

জানো কৃশাণু,
আমি প্রত্যহ মৃত্যুকে চুমু খাই।
হৃদয়ের বাইপাশে তোমার মঙ্গল কামনায় সন্ধ্যারতি করি প্রত‍্যহ।

এক পৃথিবীর গল্প বলব বলে
এভাবেই প্রত্যহ গুছিয়ে নেই তোমারই রক্তবীর্য
বিবাহ শ্লোকের নামে।

আরও পড়ুন -  একটুকু ভালোবাসা........

তুমি তো আত্মশ্লাঘা জানোনা,
তুমি তো চমকে ওঠ না ঘুম না ভাঙার মলিন ষড়যন্ত্রে?
তুমি তো হাওয়ার চেয়েও পাতলা হতে চাওনা,
তুমি কি বোঝো ভালোবেসে কি করে মাটির মতই শীতল হয়ে যায় মেয়েরা?

আরও পড়ুন -  Winter: শীত আসতেই বেড়েছে সর্দি-কাশির প্রকোপ, এক উপাদানেই সারবে

আমি জানি,
অনুশোচনা আর সহবাসের বলিরেখা
বংশানুক্রমিকভাবে কি ভাবে শূককীটের মত বেয়ে উঠছে আমাদের আদিম সুখের ঘরে।