টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ গোপনসূত্রে খবর পেয়ে ডিসেরগড় ন্যাকা পয়েন্ট এ একটি ট্রাকে পশুখাদ্যের আড়ালে বিদেশী মদ অবৈধভাবে পাঁচার হওয়ার আগে ডিসেরগড় ফাঁড়ির পুলিশ ধরে ফেলেন।
এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে কুলটি এসিপি এম ডি ওমর আলী মোল্লা বলেন, পশু খাদ্যের আড়ালে প্রায় 220 পেটি বিদেশি মদ উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
ট্রাকটির চালক কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এই বিদেশি মদ বোঝাই ট্রাকটি রাঁচি যাচ্ছিলো বলে জানা গেছে। তবে যে ট্রাক চালককে আটক করা হয়েছে, সে আসানসোল থেকে ট্রাকটি নিয়ে ডিশেরগড় হয়ে রাঁচি নিয়ে যাচ্ছিলো বলে জানান এসিপি কুলটি এম ডি ওমর আলী মোল্লা।
পুলিশ ট্রাকচালক কে আরো জিজ্ঞাসা বাদ করে ঘটনাতে জড়িত আরো কেউ আছে কিনা তা তদন্ত শুরু করেছে। এই মদ উৎপাদন হিমাচলপ্ৰদেশের, কি ভাবে এখানে এলো তাও তদন্ত শুরু করেছে পুলিশ।