কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে লকডাউন করার পরামর্শ দিল দেশের শীর্ষ আদালত

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   করোনা পরিস্থিতি কে সামলাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে লকডাউন করার পরামর্শ দিল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এল নাগেশ্বর রাও এবং এস রবীন্দ্র ভাটের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে জানায় শুধু লকডাউন ঘোষণা করলেই হবে না। কেন্দ্রীয় সরকারকে আগে দেখতে হবে যে নিম্নবিত্ত পরিবারের আর্থিক অবস্থার উপর যেন কোনওরকম প্রভাব না পড়ে। লকডাউন জারি করা হলেও দেশের প্রান্তিক মানুষগুলির যাতে কোনওরকম অসুবিধা না হয় সেটা গুরুত্ব সহকারে দেখতে হবে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গুলির কাছে আবেদন জানানো হয়, করোনা আবহে ভিড় এবং জমায়েত বন্ধে যেন নিষেধাজ্ঞা জারি করা হয়। করোনা প্রতিনিয়ত বাড়ছে তাতে লকডাউন করা ছাড়া উপায় নেই বলেই মত সুপ্রিম কোর্টের।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার গয়না কলকাতায় আজ কত দামে রয়েছে?